সুখরঞ্জন ব্রহ্মচারীর প্রথম প্রয়ান দিবসে প্রার্থনা স্মৃতিচারণ ও বস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর অযাচক আশ্রমের সাবেক অধ্যক্ষ কবিরাজ সুখরঞ্জন ব্রহ্মচারীর প্রথম প্রয়ান দিবস উপলক্ষে অখন্ড সংহিতা পাঠ, সমবেত উপাসনা, স্মৃতিচারণ সভা, ব্রহ্মগায়ত্রী জপ, নীরব মহানাম যপযজ্ঞ ও বস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ সম্মিলিত অখন্ড সংগঠন ও চাঁদপুর অযাচক আশ্রমের সেবক-সেবিকাদের আয়োজনে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত স্মৃতিচারণ সভায় চাঁদপুর অযাচক আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি দুলাল দাসের সভাপতিত্বে এবং অযাচক আশ্রমের বোর্ড অব ট্রাস্টের সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দাসের পরিচালনায় বক্তব্য রাখেন হরিবলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, বিবেকানন্দ যুব সংঘের সভাপতি জয়রাম রায়, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক পিপি অ্যাড. রনজিৎ রায় চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রোটারিয়ান তমাল কুমার ঘোষ, রেলওয়ে কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মাহমুদা খানম, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, বিমল চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক রোটারিয়ান গোপাল সাহা, বাংলাদেশ সম্মিলিত অখন্ড সংগঠনের সভাপতি তপন সরকার, জেলা অখন্ড সংগঠনের সাধারণ সম্পাদক গৌতম সাহা, সহ-সভাপতি মনকুমার দাস, রনজিৎ সাহা, অরুন ঘোষ, অঞ্জন কুমার দাস, রনজিৎ সাহা, অরুন ঘোষ, অঞ্জন কুমার দাস, অধ্যাপক রাধেশ্যাম কুড়ি ও ডা. মিলন সরকার।
স্মৃতিচারণ শেষে অসহায় নারীদের মাঝে বস্ত্র ও ভক্তের মাঝে দুপুরের প্রসাদ বিতরণ করা হয়।
২৮ সেপ্টেম্বর, ২০২১।