সৌদি আরবে সান্ধ্য আইন শিথিল হবে না


সাগর চৌধুরী
সৌদি আরবে কারফিউ সান্ধ্য আইন বাস্তবায়নে কোন রকম শিথিলতা প্রদর্শন করা হবে না বলে জানিয়েছে সৌদি নিরাপত্তা কর্তৃপক্ষ।
কারফিউর সময়ে ঘরের বাইরে বের হলে প্রথমবারে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে। পুনরায় আইন পূণরায় আইন ভঙ্গ করলে জরিমানার পরিমান দ্বিগুন হবে, এরপরেও যদি কেউ আইন অমান্য করে তাহলে অনুর্ধ বিশ দিনের কারাদন্ড প্রদান করা হবে। এছাড়া আইন অমান্যের অপরাধে বিদেশী কর্মিদের ডিপোর্ট (দেশে পাঠিয়ে দেয়া হবে) করা হবে।
সৌদি আরবে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২ শ’ ৫ জন করোনায় আক্রান্ত হওয়ার খবর দিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৭ শ’ ৬৭। আক্রান্তদের ১ শ’ ১৯ জনই সৌদির বাইরে থেকে আসা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদিতে গতকাল প্রথম কোন মৃত্যুর ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ জানিয়েছে করোনায় আক্রান্ত হয়ে মদীনা মনোওরায় মৃত্যুবরণ করেন ৫১ বছর বয়সি এক আফগান নাগরিক। তবে নতুন করে কোন বাংলাদেশী আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। এই পর্যন্ত নতুন আরো ৯জন সহ মোট ২৮ রোগমুক্ত হয়ে ঘরে ফিরেছেন।