
স্টাফ রিপোর্টার
চাঁদপুরের সিনিয়র সাংবাদিক, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক সংবাদ পত্রিকার চাঁদপুরস্থ স্টাফ রিপোর্টার, সংবাদভিত্তিক ২৪ ঘন্টার জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল ‘যমুনা টেলিভিশন’র চাঁদপুর প্রতিনিধি শাহ মোহাম্মদ মাকসুদুল আলম সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
গত শনিবার বিকেলে পেশাগত দায়িত্ব পালনের জন্য তিনি হোন্ডাযোগে শহরের বঙ্গবন্ধু সড়কে যাবার সময় বাসস্ট্যান্ড ইলিশ চত্বরের কাছে একটি অটোরিক্সা সম্পূর্ণ রঙ সাইড দিয়ে এসে তার হোন্ডাটিকে পাশ দিয়ে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। তিনি হোন্ডাসহ রাস্তায় ছিটকে পড়লে রক্তাক্ত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। মাকসুদ ডান পয়ের হাঁটু ও রানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন। বর্তমানে তিনি চাঁদপুরের বিশিস্ট চিকিৎসক ও চাঁদপুর সরকারি হাসপাতালের অবসরপ্রাপ্ত আবাসিক চিকিৎসক ডা. মকবুল আহমেদের তত্ত্বাবধানে শহরের তালতলাস্থ নিজের বাসায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি হাঁটা-চলা করতে পারছেন না। তিনি আশু রোগমুক্তির জন্য সবার দোয়া চেয়েছেন।
এদিকে মাকসুদের সড়ক দুর্ঘটনায় আহত হবার খবর পেয়ে চাঁদপুর শহরসহ জেলার বিভিন্ন এলাকা থেকে সাংবাদিক সহকর্মীরা তাকে দেখার জন্য তার বাসায় ছুটে আসেন। তারা তার রোগ মুক্তির জন্য দোয়া করেন।