শাহ আলম খান
দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ রুট হরিণা ফেরিঘাটের পন্টুন থেকে পাড়ে উঠার সড়ক জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ার কারণে যানবাহনের দীর্ঘ জট তৈরী হয়েছে। মেঘনার পানি বৃদ্ধি পাওয়ায় গত কয়েকদিন এই অবস্থার সৃষ্টি হয়েছে। পানির কারণে প্রতিদিন ৫ থেকে ৬ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। যার কারণে এই অবস্থার সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৮টা পর্যন্ত মেঘনা নদীর পানি বিপদসীমার ৪.৪১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এই অবস্থায় ফেরি চলাচল বন্ধ থাকে। তবে ভাটা লাগলে আবার ফেরি চলাচল স্বাভাবিক হয়। শনিবার সন্ধ্যা ও রোববার সকালে জোয়ারের পানি অন্য দিনের তুলনায় বৃদ্ধি পেয়েছে। একই সাথে রয়েছে বৃষ্টি।
সরেজমিন হরিণা ফেরিঘাট এলাকায় গিয়ে দেখা গেছে, গত কয়েকদিনই চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত মালবাহী ট্রাক ও গণপরিবহনের দীর্ঘ লাইন। যানবাহনের এ দীর্ঘ লাইন অনেক সময় ঘাট থেকে চান্দ্রা চৌরাস্তা পর্যন্ত ছাড়িয়ে যায়।
বিআইডাব্লিউটিসি চাঁদপুর ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্যিক) ফয়সাল আলম চৌধুরী জানান, ২৪ ঘণ্টা ফেরি চলাচল করতে পারলে ঘাটে গাড়ি আটকা থাকবে না। জোয়ারে পানির উচ্চতা বেশি হওয়ায় দু’পাড়েই ফেরির রাস্তা পানিতে তলিয়ে যায়। এতে ৫-৬ ঘণ্টা ঘাট বন্ধ থাকে।
তিনি বলেন, শনিবার (২২ আগস্ট) হরিণাঘাটে প্রায় ৩শ’ গাড়ি ফেরি পার হবার অপেক্ষায় ছিল। আমাদের ৫টি ফেরি চালু আছে। জোয়ারের সমস্যা না হলে এ পরিস্থিতির সৃষ্টি হতো না।
২৪ আগস্ট, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- হরিণা ফেরিঘাটে চলাচলের রাস্তা পানির নিচে