হাইমচরে আইজিপি কাপ যুব কাবাডির উদ্বোধনে

যুব সমাজকে অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : উপজেলা চেয়ারম্যান মো. নুর হোসেন পাটওয়ারী

হাইমচর ব্যুরো :
হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে হাইমচরে আইজিপি কাপ যুব কাবাডি অনুর্ধ্ব-২১ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুর হোসেন পাটওয়ারী বলেন, মাদকমুক্ত একটি সুখি ও সমৃদ্ধ সমাজ গঠন তথা যুব সমাজকে অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তিনি বর্তমান সরকারকে ক্রীড়াবান্ধব সরকার উল্লেখ করে বলেন, আ’লীগ সরকারের আমলেই বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। যা আর কোন সরকারের আমলে সম্ভব হয়নি।
তিনি বলেন, আইজিপি কাপ যুব কাবাডি খেলা মাদকমুক্ত সমাজ গড়া প্রত্যয়ে মাদকমুক্ত হাইমচর গড়তে বিশেষ ভূমিকা রাখবে। গতকাল রোববার হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আলগী উত্তর ইউপি মাঠে আয়োজিত আইজিপি কাপ যুব কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
হাইমচর থানার অফিসার ইনচার্জ রনোজিত রায়ের সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক লক্ষন চন্দ্রের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম, চাঁদপুর জেলা কাবাডি উপ-কমিটির সভাপতি আলহাজ ওমর পাটওয়ারী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা বাবু, হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান পাটওয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন, হাইমচর প্রেসক্লাব সভাপতি মো. মাহবুব আলম বাশার, সাধারণ সম্পাদক মো. খুরশিদ আলম, ইউপি চেয়ারম্যান মনির আহমেদ দুলাল, উপজেলা যুবলীগ আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বেপারী।
খেলায় মতলব দক্ষিণ ক্রীড়া সংস্থাকে হারিয়ে হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থা বিজয়ী হয়। খেলায় সার্বিক সহযোগীতা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান পাটওয়ারী, ক্রীড়াবিদ সাংবাদিক ফারুকুল ইসলাম, হাসান আল মামুনসহ হাইমচর থানার অফিসারবৃন্দ।