
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে নতুুুন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হিসেবে যোগদান করেছেন মো. জাকির হোসাইন। মঙ্গলবার বিকালে তিনি যোগদান করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ দিন সকালে জেলা প্রশাসক কার্যালয়ে আসেন মো. জাকির হোসাইন এবং সেখানে তিনি আনুষ্ঠানিকতা শেষে বিকালে তার কর্মস্থল হাজীগঞ্জে এসে যোগদান করেন। এর আগে তিনি সিরাজগঞ্জ জেলার বেলকুচিঁ উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এদিকে যোগদানকালে মো. জাকির হোসাইন তার যথাযথ দায়িত্ব পালনে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও স্থানীয় সংবাদকর্মীসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।