হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে মো. জাবেদ হোসেন নামের ২ বছর বয়সি এক শিশু মারা গেছে। গত শুক্রবার দুপুরে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের দক্ষিন রায়চোঁ গ্রামের দুলাল মিয়া বেপারী বাড়িতে এই ঘটে। নিহত শিশু ওই বাড়ির মো. জসিম বেপারীর ছেলে। এর আগে গত বুধবার (৮ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন স্থানে পুকুরের পানিতে ডুবে ৩ শিশু ও ১ নারীসহ চারজন মারা গেছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, জাবেদ হোসেন বাড়ির উঠানে খেলার সময় পরিবারের অগোচরে বাড়ির পুকুরে পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায় তাকে পানিতে ভাসতে দেখেন পরিবারের সদস্য ও বাড়ির লোকজন। এ সময় দ্রুত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ তানভির হাসান বলেন, শিশুটিকে আমরা হাসপাতালে মৃত অবস্থায় পেয়েছি।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, কোন অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিহত শিশু জাবেদ হোসেনের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
১২ সেপ্টেম্বর, ২০২১।