মেয়র প্রার্থীসহ এ পর্যন্ত ৫৭ জনের মনোনয়নপত্র সংগ্রহ
মোহাম্মদ হাবীব উল্যাহ্
আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে ২ জন মেয়র প্রার্থীসহ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে আরো ২১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার (২১ ডিসেম্বর) পর্যন্তÍ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মোট ৫৭জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর আগে রোববার ২২ জন ও বৃহস্পতিবার ১২ জন কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ দিন (সোমবার) রোটা. আহসান হাবিব অরুন ও শিউলী আক্তারসহ ২ জন মেয়র প্রার্থী এবং ২১ জন কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। কাউন্সিলর প্রার্থীরা হলেন- ১নং ওয়ার্ড থেকে জহিরুল হক, ২নং ওয়ার্ড থেকে নাছির উদ্দীন ও আবিদ মিয়া, ৩নং ওয়ার্ড থেকে বর্তমান প্যানেল মেয়র রায়হানুর রহমান জনি, জসিম উদ্দিন তপদার, মোহাম্মদ হোসেন।
৪নং ওয়ার্ড থেকে মো. মনির হোসেন সাগর, ৫নং ওয়ার্ড থেকে কার্তিক সাহা, ৭নং ওয়ার্ড থেকে মো. শাহজাহান তালুকদার, ৮নং ওয়ার্ড থেকে মো. আকতার হামিদ, ৯নং ওয়ার্ড থেকে মো. সালেহ আহম্মেদ রানা ও শাহাদাত হোসেন কালু, ১০নং ওয়ার্ড থেকে মো. বিল্লাল হোসেন ও মো. কেনু মিয়া, ১২নং ওয়ার্ড থেকে মো. জহিরুল ইসলাম ও মো. শুকু মিয়া মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সংরক্ষিত-১ (ওয়ার্ড নং- ১, ২ ও ৩) থেকে রোকেয়া বেগম ও কাজলী রাণী সরকার, সংরক্ষিত-২ (ওয়ার্ড নং- ৪, ৫ ও ৬) থেকে লুৎফুন্নাহার বেগম, সংরক্ষিত- ৩ (ওয়ার্ড নং- ৭, ৮ ও ৯) থেকে জোহরা বেগম, সংরক্ষিত-৪ (ওয়ার্ড নং- ১০, ১১ ও ১২) থেকে বিবি হাওয়া মনোনয়নপত্র সংগ্রহ করেন।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামি ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই আগামি বছরের ৩ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার আগামি ১০ জানুয়ারি এবং ভোট গ্রহণ আগামি ৩০ জানুয়ারি। যা ব্যালেট পেপারের মাধ্যমে গ্রহণ করা হবে।
২২ ডিসেম্বর, ২০২০।