হাজীগঞ্জে ইসলামিক ফ্রন্টের মাস্ক ও লিফলেট বিতরণ

করোনাভাইরাস প্রতিরোধে

হাজীগঞ্জ ব্যুরো
করোনাভাইরাস প্রতিরোধে হাজীগঞ্জে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উপজেলা ও পৌর শাখার উদ্যোগে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাজীগঞ্জ বাজার, বলাখাল বাজার, ধেররা ও বিলওয়াই সংলগ্ন এলাকায় ১ হাজার মাস্ক ও ২ হাজার লিফলেট বিতরণ করা হয়।
এ বিষয়ে ইসলামিক ফ্রন্টের উপজেলা সভাপতি জাকির হোসেন মিয়াজী বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতার লক্ষে মাস্ক ও লিপলেট বিতরণ করা হচ্ছে। ইসলামিক ফ্রন্টের এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় তিনি সবাইকে সচেতন ও সর্তক থাকার আহবান জানান।
মাস্ক ও লিফলেট বিতরণে সার্বিক সহযোগিতা করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং ইসলামী ছাত্রসেনার উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ। এ সময় ইসলামিক ফ্রন্টের উপজেলা সাধারণ সম্পাদক মাস্টার দেলোয়ার হোসেন, পৌর সভাপতি সৈয়দ মাহমুদ শাহ্, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আল আজাদ, উপজেলা ছাত্রসেনার সভাপতি হাফেজ মো. খোরশেদ আলম, পৌর সভাপতি মো. রুবেল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।