মোহাম্মদ হাবীব উল্যাহ্
কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধিদের অংশ হিসেবে হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যানসহ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রশিক্ষণের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম সোয়েব আহমেদ চিশতীর সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) সহযোগিতায় এবং স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) এর আয়োজন এই প্রশিক্ষণ হাজীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ বাস্তবায়ন করে।
প্রশিক্ষণে সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ সফিকুল ইসলাম মীরসহ সব ইউপি সদস্য ও সংরক্ষিত ইউপি সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফয়সাল আহমেদ ও ডা. সুলতান মাহমুদ মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
২০ নভেম্বর, ২০২০।