হাজীগঞ্জে করোনায় মৃতদের দাফন করবে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে করোনা ভাইরাস সংক্রমনে মৃত ব্যক্তিদের গোসল, কাফন, জানাযা ও দাফন করবে ইসলামী আন্দোলনের উপজেলা শাখার নেতৃবৃন্দ। এজন্য সংগঠনের পক্ষ থেকে ১৩ সদস্যবিশিষ্ট স্বেচ্ছাসেবক টিম (কমিটি) গঠন করা হয়েছে। মুফতি আব্দুল মান্নানকে (০১৮১৯-৭৪৬৫১১) টিম প্রধান ও হাফেজ মো. শাহদাত হোসেন প্রধানীয়াকে (০১৮১৫-৪৯১৪০৬) সমন্বয়কারী করে এই টিম গঠন করা হয়। টিমে দুইজন নারী সদস্যও রয়েছেন।
কমিটির সহকারী টিম প্রধান হলেন- মুফতি মো. শরীফুল ইসলাম (০১৮২২-৩৪৮০৩৮), সদস্য মাওলানা মো. শরাফত উল্যাহ্ (০১৮১৩-৩০৬৮৬৯), মাওলানা আব্দুল কুদ্দুছ (০১৮৬৯-৬৪৪১৭০), মাওলানা মো. নজরুল ইসলাম (০১৮১৪-১৫০৩২৪), আলহাজ মো. খোরশেদ আলম (০১৮১৭-৬২১৮৯১), মো. আনোয়ার হোসেন বতু (০১৭১১-৯৮৭১৯৩), মো. আল-আমিন (০১৭১৭-৫১৯৮৪৩), মো. রাশেদুজ্জামান পাটওয়ারী (০১৮৭১-২০৯৬১০), মো. কামাল গাজী (০১৮৩০-১২৬০৬৯), খাদিজা বেগম ও খাদিজা আক্তার জোৎ¯œা।
এদিকে করোনা ভাইরাসে মৃত ব্যক্তির পরিবারের লোকজন, নিকটাত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশসহ এলাকার লোকজন সংক্রমনের ভয়ে যখন দাফন-কাফন থেকে দূরে থাকেন এবং ‘কেউ এলো না, জানাযা পড়ালেন ইউএনও, দাফনে পুলিশ’ এমন শিরোনামে সংবাদ প্রকাশ হয়। ঠিক তখনি আল্লাহর সন্তুষ্টি অর্জনে, মৃত্যুর ভয়কে জয় করার লক্ষ্যে হাজীগঞ্জে এগিয়ে এলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ।
এ বিষয়ে স্বেচ্ছাসেবক টিম (কমিটি) এর সমন্বয়কারী হাফেজ মো. শাহদাত হোসেন প্রধানীয়া জানান মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীরের নির্দেশে করোনা ভাইরাসে নিহত মুসলিম ভাই-বোনের মৃতদেহ দাফনে ১৩ সদস্য বিশিষ্ট এই টিম (কমিটি) গঠন করা হয়।
তিনি বলেন, হাজীগঞ্জ উপজেলায় যদি কেউ করোনা ভাইরাসে মারা যায়, তাহলে তার দাফন-কাফনে আমাদের টিমের যে কাউকে ফোন দিলেই আমরা তাৎক্ষনিক সাড়া দিবো।

১৭ এপ্রিল, ২০২০।