হাজীগঞ্জে করোনা প্রতিরোধে পৌরসভাসহ সব ইউনিয়নে কমিটি গঠন

বিদেশফেরত কোন ব্যক্তি কোয়ারেন্টাইন না মানলে প্রশাসনকে তথ্য দিন



মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এবং বিদেশফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণের লক্ষ্যে পৌরসভাসহ সব ইউনিয়নে কমিটি গঠন করা হয়েছে। সর্বোচ্চ সতর্কতা অবলম্বনে সরকারি নির্দেশনা মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া এই কমিটি গঠন করেন।
গত বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে পৌরসভাসহ সব ইউনিয়ন কমিটির প্রধান সমন্বয়ক, আহ্বায়ক, সদস্য সচিব ও সদস্যদের (সরকারি কর্মকর্তা, চিকিৎসক, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, পৌর সচিব, ইউপি সচিব) উপস্থিতিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া কমিটির সদস্যদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
হাজীগঞ্জ পৌরসভা
হাজীগঞ্জ পৌরসভায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রবাসফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ ও নিয়মিত তদরাকিকরণের ৮ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক হলেন পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন (০১৭১২-১৭৩৭৪৩)। প্রধান সমন্বয়কারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা (০১৭৭৪-৬৫৫৫৫৫) এবং সদস্য সচিব পৌর সচিব মুহাম্মদ নূর আজম বিন আখতার (০১৭১৬-৪৪৮৮৫৯)। সদস্যরা হলেন- মেডিকেল অফিসার ডা. বেনজির সুলতানা মনি (০১৭৪৫-৯৩০৫৪২), পরিবার পরিকল্পনা পরিদর্শক নুরুন্নাহার (০১৮১৩-৩০১৩১৩), থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম (০১৭১২-৭৫৩৮৩৫) ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মহাদেব চন্দ্র শীল (০১৭১২-০৯৭৭১৫) সহ পৌরসভার সব কাউন্সিলর।
রাজারগাঁও ইউনিয়ন
রাজারগাঁও ইউনিয়নে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রবাসফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ ও নিয়মিত তদরাকিকরণের কমিটির প্রধান সমন্বয়কারী উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার আব্দুল গণি (০১৭১২-২৬৭২৩৭)। আহ্বায়ক ইউপি চেয়ারম্যান আব্দুল হাদী মিয়া (০১৭১২-০৭৮৫৭৩১) ও সদস্য সচিব ইউপি সচিব দিদাউর রহমান (০১৮৮১-২৪৬৪৬৯)। সদস্যরা হলেন- মেডিকেল অফিসার ডা. মো. সাইফুল ইসলাম (০১৬৭২-৭৯১৪৯৯), পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. হানিফ পাটওয়ারী (০১৯২৩-৭০৩৬০৫), থানা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোস্তাফিজুর রহমান (০১৮৩১-৭৪৪০৫০) ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মমিন তালুকদার (০১৮১৮-৯৭০৭১৬) সহ সব ইউপি সদস্য।
বাকিলা ইউনিয়ন
বাকিলা ইউনিয়নে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রবাসফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ ও নিয়মিত তদরাকিকরণের কমিটির প্রধান সমন্বয়কারী উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা একেএম মিজানুর রহমান (০১৭৪৮-৯২০১৫০)। আহ্বায়ক ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী (০১৮১৭-০০২৮১৭) ও সদস্য সচিব ইউপি সচিব সিদ্দিকীর রহমান মীর (০১৮১৮-৪৯৩২৯৩)। সদস্যরা হলেন- মেডিকেল অফিসার ডা. মুনতাহা মৌ (০১৬৮৬-৩৮১১০০), পরিবার পরিকল্পনা পরিদর্শক মহিউদ্দিন (০১৯২৮-৩৬২০১১), থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফরাজুল ইসলাম (০১৮১৪-৯৫২১০৮) ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা উত্তম সাহা (০১৮১৬-০৩০৮৯২) সহ সব ইউপি সদস্য।
কালচোঁ উত্তর ইউনিয়ন
কালচোঁ উত্তর ইউনিয়নে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রবাসফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ ও নিয়মিত তদরাকিকরণের কমিটির প্রধান সমন্বয়কারী উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন (০১৭২৪-৩৭০৬৯১)। আহ্বায়ক ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া (০১৭৩১-০২৪০৯০) ও সদস্য সচিব ইউপি সচিব আবুল কালাম তালুদকার (০১৭১৭-৫০৮৬৬৯)। সদস্যরা হলেন- মেডিকেল অফিসার ডা. মাহবুবা সুলতানা (০১৮৫৮-৩৮২৪১৮), পরিবার পরিকল্পনা পরিদর্শক আবু সালেহ মো. নাসিম (০১৮৪৫-৩৯০৯০৪), থানা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আব্দুল মমিন (০১৮৫৮-৬৬৫৭৭৪) ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. জসিম উদ্দিন (০১৭৭৮-৩০৩৬৪৩) সহ সব ইউপি সদস্য।
কালচোঁ দক্ষিণ ইউনিয়ন
কালচোঁ দক্ষিণ ইউনিয়নে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রবাসফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ ও নিয়মিত তদরাকিকরণের কমিটির প্রধান সমন্বয়কারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. ফারুক রেজা (০১৭২৮-৫৩৫৬৪৮)। আহ্বায়ক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন (০১৭১৫-০৮০২৮৮) ও সদস্য সচিব ইউপি সচিব লক্ষণ চন্দ্র দাস (০১৮১৭-৬০৭৪৯৬)। সদস্যরা হলেন- মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান (০১৮৫৫-৮৯৫১৭৪), পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. ইসমাইল (০১৯২৪-৫৩৬৫৭৫), থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রমিজ উদ্দিন (০১৮২৭-২৪৮৭২১) ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. বাহাদুর শাহ্ (০১৭১০-৮১৭৫১৮) সহ সব ইউপি সদস্য।
হাজীগঞ্জ সদর ইউনিয়ন
হাজীগঞ্জ সদর ইউনিয়নে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রবাসফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ ও নিয়মিত তদরাকিকরণের কমিটির প্রধান সমন্বয়কারী উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান (০১৭১৭-১৫৬৬৫৩)। আহ্বায়ক ইউপি চেয়ারম্যান আলহাজ সফিকুল ইসলাম মীর (০১৭৩৮-৬০৬৩৬৪) ও সদস্য সচিব ইউপি সচিব সোলেমান মিয়া (০১৭১২-৩৬৯০৫২)।
সদস্যরা হলেন- মেডিকেল অফিসার ডা. আরাফাতুল ইসলাম (০১৭১৬-৪৮০৩০২), পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. কাউছার আলম (০১৭১৬-৯৭১২৩২), থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক আহাম্মদ (০১৬২৯-৫৪৯৯৪০) ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. কামরুল আহসান (০১৭২২-১০২০২৮) সহ সব ইউপি সদস্য।
বড়কুল পূর্ব ইউনিয়ন
বড়কুল পূর্ব ইউনিয়নে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রবাসফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ ও নিয়মিত তদরাকিকরণের কমিটির প্রধান সমন্বয়কারী উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম পাটোয়ারী (০১৭৪০-৬০১০০৩)। আহ্বায়ক ইউপি চেয়ারম্যান আলহাজ কবির হোসেন মিয়াজী (০১৭১৪-৪৫৩৫৮৩) ও সদস্য সচিব ইউপি সচিব হালিমা (০১৬২৭-৭০৪৪৩৯)।
সদস্যরা হলেন- মেডিকেল অফিসার ডা. শবনম ফারিহা সোবহান (০১৭৩৭-২২৯৪৯৩), পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. সাইফুল ইসলাম (০১৬৭৭-১৬৪৯৭০), থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বেলাল হোসেন (০১৭১৬-৩৯৮৬৫৩) ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. শুক্কুর মোল্লা টিটু (০১৭২২-৩৪৩৬৩৭) সহ সব ইউপি সদস্য।
বড়কুল পশ্চিম ইউনিয়ন
বড়কুল পশ্চিম ইউনিয়নে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রবাসফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ ও নিয়মিত তদরাকিকরণের কমিটির প্রধান সমন্বয়কারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহজালাল (০১৯৯১-১৩৩৩৭৫)। আহ্বায়ক ইউপি চেয়ারম্যান মনির হোসেন গাজী (০১৭৫৯-৫৩৯৩১৪) ও সদস্য সচিব ইউপি সচিব মো. হানিফ (০১৭২৭-৫৩৯৪৪০)।
সদস্যরা হলেন- মেডিকেল অফিসার ডা. নাফিজা আক্তার (০১৭২০-৯০৬১৫৭), পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ আলী (০১৬৮৫-৭১৫১১০), থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নাজিম উদ্দিন (০১৮৩৫-৫৩৪৮৫৪) ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মনির হোসেন (০১৭৪৩-৯৪৭৩৬৩) সহ সব ইউপি সদস্য।
হাটিলা পূর্ব ইউনিয়ন
হাটিলা পূর্ব ইউনিয়নে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রবাসফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ ও নিয়মিত তদরাকিকরণের কমিটির প্রধান সমন্বয়কারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাকির হোসাইন (০১৭২১-৩২৬২২৭)। আহ্বায়ক ইউপি চেয়ারম্যান জলিলুর রহমান মির্জা দুলাল (০১৮১৭-১১৯৬০০) ও সদস্য সচিব ইউপি সচিব আবুল বাশার (০১৭৪৪-২৩৩৬৮৮)।
সদস্যরা হলেন- মেডিকেল অফিসার ডা. ফয়সাল আহমেদ (০১৭৪৮-৪৭৪০৮১), পরিবার পরিকল্পনা পরিদর্শক প্রদীপ কুমার আইচ (০১৮৪০-৪৮৬৯৮১), থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রফিকুল ইসলাম (০১৬৪৬-২৫০০৬৬) ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. সেলিম বকাউল (০১৮১৯-৪৬০৯৭৪) সহ সব ইউপি সদস্য।
গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন
গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রবাসফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ ও নিয়মিত তদরাকিকরণের কমিটির প্রধান সমন্বয়কারী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শামসুল আলম পাটোয়ারী (০১৯৩৮-৮৭৯৪৯০)। আহ্বায়ক ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম (০১৮১৯-৫৪৬০৪৬) ও সদস্য সচিব ইউপি সচিব তপন চন্দ্র ভৌমিক (০১৮৫৯-৫৫৮৭৯২)।
সদস্যরা হলেন- মেডিকেল অফিসার ডা. অংশুমান পাল (০১৬৭৭-২৭৫৮৯১), পরিবার পরিকল্পনা পরিদর্শক ইমরান হোসেন (০১৮১৩-০৯৮৭৮৭), থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাহামুদ হক ভূঁইয়া (০১৭১৭-৫৩৯০৩৯) ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হালিমা আক্তার (০১৭২৩-৪৯১৪৭৯) সহ সব ইউপি সদস্য।
গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন
গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রবাসফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ ও নিয়মিত তদরাকিকরণের কমিটির প্রধান সমন্বয়কারী ‘আমার বাড়ি, আমার খামার’ প্রকল্পের সমন্বয়কারী শিউলী বেগম (০১৯৩৮-৮৭৯৪৯০)। আহ্বায়ক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু (০১৭২৫-৫৩২৬০৯) ও সদস্য সচিব ইউপি সচিব রফিকুল ইসলাম (০১৭১৭-১০৬০৩৫)।
সদস্যরা হলেন- মেডিকেল অফিসার ডা. শামসুল আরেফিন (০১৬৭৬-৪৯১৩৯৯), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাকমো ইমাম হোসেন (০১৮১৯-৯৩৪২০৫), থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুর আলম (০১৭৪৩-৯৪৭৯৮৮) ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বাবুল চন্দ্র দে (০১৮১৮-৮৩২৯২৯) সহ সব ইউপি সদস্য।
হাটিলা পশ্চিম ইউনিয়ন
হাটিলা পশ্চিম ইউনিয়নে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রবাসফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ ও নিয়মিত তদরাকিকরণের কমিটির প্রধান সমন্বয়কারী উপজেলা একাডেমিক সুপারভাইজার সুর্ণিমল দেউড়ী (০১৯১৩-৬৩৬০৪৭)। আহ্বায়ক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটু (০১৭১২-২১৪৯৫৫) ও সদস্য সচিব ইউপি সচিব এয়াকুব আলী তালুকদার (০১৭১৪-৬৪৭০৮৬)।
সদস্যরা হলেন- মেডিকেল অফিসার ডা. ইফফাত রুবাইয়া নাসির (০১৯১২-৫১৭৩৫৯), উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক মশিউর রহমান (০১৭২৬-১২৫৮০১), থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জয়নাল আবেদীন-১ (০১৮১৪-১০৭৫৩২) ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. সেলিম বকাউল (০১৮১৯-৪৬০৯৭৪) সহ সব ইউপি সদস্য।
দ্বাদশগ্রাম ইউনিয়ন
দ্বাদশগ্রাম ইউনিয়নে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রবাসফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ ও নিয়মিত তদরাকিকরণের কমিটির প্রধান সমন্বয়কারী উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আফতাবুল ইসলাম (০১৭১৩-৪৮৯৫৯৩)। আহ্বায়ক ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম বকাউল (০১৮২০-১০৩৪১৩) ও সদস্য সচিব ইউপি সচিব নুরুল ইসলাম (০১৭২৯-৪৮০৬৬১)।
সদস্যরা হলেন- মেডিকেল অফিসার ডা. মো. রাকিবিল হাসানাত শ্যামল (০১৭৫৬-৪১৪৪৮৪), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাকমো আবুল কাশেম মুন্সী (০১৭১৬-৪৫৮৬১৮), থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জিয়াউল হক (০১৮১৮-৬৭৭২০৩) ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মমিন তালুকদার (০১৮১৮-৯৭০৭১৬) সহ সব ইউপি সদস্য।