উৎসবমুখর পরিবেশে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমাবায় সমিতির লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে- ২০২১ চেয়ারম্যান (সভাপতি) নির্বাচিত হয়েছেন আলীগঞ্জ হযরত মাদ্দাহ খাঁ (রহ.) মাজার ও মসজিদ কমপ্লেক্সের মোতাওয়াল্লী কাজী খায়রুল আলম পারভেজ। গত সোমবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে তিনি মোমবাতি প্রতীকে ৩০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও বর্তমান সভাপতি মো. আবুল কালাম আজাদ আম প্রতীকে পেয়েছেন ৮ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান চেয়ার প্রতীকে কোন ভোট পাননি। তিনি নির্বাচন বন্ধের জন্য হাইকোর্টে আবেদন করেছেন এবং তার আবেদনের প্রেক্ষিতে আদালত নির্বাচন বন্ধের নির্দেশনা দিয়েছেন বলে তিনি দাবি করেন। তাই তিনি নির্বাচনে অংশগ্রহণমূলক কার্যক্রম থেকে নিজেকে বিরত রাখেন।
তবে এ বিষয়ে আদালতের কোন নির্দেশনা পাননি বলে জানান, নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ গোলামুর রহমান। তাই ঘোষিত তফসিল অনুযায়ী তিনি ভোটগ্রহণ সম্পন্ন করেন। এই দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ৩৯ জনের মধ্যে ৩৮ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেন।
এরপর ভোট গণনা শেষে প্রার্থীদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন, নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ গোলামুর রহমান। এতে মোমবাতি প্রতীকে ৩০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কাজী খায়রুল আলম পারভেজ। এছাড়া সহ-সভাপতি পদে ১ জন ও সদস্য পদে ৬ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় তারা ৭জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত চেয়ারম্যান কাজী খায়রুল আলম পারভেজ এর আগেও উপজেলা কেন্দ্রীয় সমাবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বর্তমানে তিনি সমবায় সমিতির কেন্দ্রীয় (জাতীয়) নেতা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সহ-সভাপতি হলেন আব্দুল খালেক মিয়া, সদস্য ১নং ব্লক থেকে মফি উল্যাহ্, ২নং ব্লক থেকে দুলাল চন্দ্র মজুমদার, ৩নং ব্লক থেকে আব্দুল মান্নান তালুকদার, ৪নং ব্লক থেকে মজিবুর রহমান, ৫নং ব্লক থেকে আলী আশ্রাফ ও ৬নং ব্লক থেকে মো. আলমগীর হোসেন বেপারী।
১১ ফেব্রুয়ারি, ২০২১।