হাজীগঞ্জে ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন


হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালন করেছে উপজেলা ছাত্রলীগ। জন্মদিন উপলক্ষে শনিবার বিকালে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পশ্চিম বাজার থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাউছিয়া কাতার-কানাডা (কিউসি) টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়।
এরপর ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে কেক কাটেন অতিথিবৃন্দ। এর আগে প্রধানমন্ত্রীর জীবন-কর্মের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল লিপন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ হেলাল উদ্দিন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আলহাজ জসিম উদ্দিন, রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল হাদী প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী, যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তারই হাত ধরে ভিশন ২১ ও ৪১ বাস্তবায়নের মাধ্যমে উন্নত এবং সমৃদ্ধ দেশে উন্নীত হবো আমরা। তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনসংগ্রাম থেকে রাজপথ এবং নানা প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে তিনি অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলির নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ মুন্সী, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এ আর সুমন মজুমদার, কামরুল বলি ও মমিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান জুয়েল, সহ-সম্পাদক দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক জীবন কাজী ও ফয়সাল বলি, প্রচার সম্পাদক ফরহাদ আলিফ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আব্দুল্লাহসহ নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রনেতা নূরে আলম পাটওয়ারী, মৃধুল, সাইফুল গাজী, ববি, ইয়াছিন পাটওয়ারী, রিফাত কাজী, জিসান পাটওয়ারীসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় নেতা-কর্মীদের শ্নোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে সভাস্থল।

৩০ সেপ্টেম্বর, ২০১৯।