হাজীগঞ্জে জিপিএল এসোসিয়েশনের জীবানুনাশক বিতরণ

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গ্রামাঞ্চালের জনসাধারণের মাঝে জীবনানুনাশক উপকরণ ও সচেতনতামূলক লিপলেট বিতরণ করেছে জিপিএল এসোসিয়েশন। জিপিএল এসোসিয়েশনের সভাপতি মুন্সি মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক আবু নাসের সুমনের নেতৃতে এবং প্রতিষ্ঠাতা মুন্সি মো. আবু হাসিবের সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার ও এর আগের দিন সোমবার দিনব্যাপী এসব উপকরণ বিতরণ করা হয়।
কর্মসূচির আওতায় দুই দিনব্যাপী এসোসিয়েশনের নেতৃবৃন্দ ৩টি দলে বিভক্ত হয়ে উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে জীবানুনাশক উপকরণ (২শ’ হ্যান্ড স্যানিটাইজার, ২শ’ প্যাকেট সাবান ও ৫শ’ মাস্ক) ও সহস্রাধিক সচেতনতামূলক লিপলেট বিতরণ করেন। এ ধারা অব্যাহত থাকবে বলে জানান, এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
উপকরণ বিতরণকালে জনসচেতনতার লক্ষে হ্যান্ড মাইকে প্রচার করেন জিপিএল এসোসিয়েশনের সভাপতি মুন্সি মো. জাকির হোসেন। গুজবে বিভ্রান্ত না হয়ে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশান, বাংলাদেশ সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়েল গৃহীত পদক্ষেপ ও নির্দেশনা মেনে চলার জন্য তিনি জনসাধারণকে অনুরোধ জানান।
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু নাসের সুমন বলেন, পৃথিবীতে প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে আমরা এ ধরনের উদ্যোগ নিয়েছি। এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা মুন্সি মো. আবু হাসিবের অনুপ্রেরণায় জিপিএল এসোসিয়েশনের প্রতিটি সদস্য অসহায় মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
জীবানুনাশক বিতরণকালে সার্বিক সহযোগিতা ছিলেন, এসোসিয়েশনের সহ-সভাপতি মো. মিজানুর রহমান মোল্লা, যুগ্ম সম্পাদক, মো. আলম মুন্সি, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মাসুদ, ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান মোল্লা, প্রচার সম্পাদক, সাংগঠনিক সম্পাদক নুর আলম নুরু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. এমরান হোসেন, দপ্তর সম্পাদক মো. মোফাজ্জল হোসেন।
প্রথম দলে ছিলেন, এসোসিয়েশনের সদস্য তাজুল ইসলাম, আব্দুস সালাম মুন্সি, সেফায়েত উল্লা, রফিকুল ইসলাম, ফজলুল হক, সাইফুল ইসলাম বকুল, আব্দুল গাফফার চৌধুরী, পরিমল চন্দ্র দেবনাথ, সিদ্দিকুর রহমান বাবুল, এস্কেন্দার আঠিয়া, বিল্লাল হোসেন মহি, মজিবুর রহমান, সৈয়দুুর রহমান নয়ন, মাহবুবুর রহমান মুন্সি, আব্দুর রাজ্জাক, মামুন, সুমন বেপারি, জিকরুল্লা মিজি, নজরুল আটিয়া।
দ্বিতীয় দলে ছিলেন, এসোসিয়েশনের সদস্য সোহেল পাটোয়ারী, মাছুম মুন্সি, তানবির, শাকিল, দুলাল, মুকসুদ, কামরুল, সাইফুল, আলম, নোবেল, মাছুম, রাসেল, জুয়েল, হেলাল, শাহাদাত হোসেন, তোহা হাওলাদার, সজিব, সুজন কাজি, লালু, সোহাগ মিজি, এনায়েত, রিয়াদ, মাহবুব মিজি, মনা মিজি, সোহাগ, কাইয়ুম, আকিব,বাবু, ইউছুপ পাটোয়ারী, পংকজ দেবনাথ, নকুল দেবনাথ, সমীর দেবনাথ, জসিম, মনির।
তৃতীয় দলে ছিলেন, এসোসিয়েশনের সদস্য সাকিব, সজিব, জাকির, মাসঊদ মোল্লা, রিয়াদ মোল্লা, আরাফাত, নজরুল, নাসিম, ফয়সাল, বিপ্লব, মারুফ, শাহপরান বেপারী, মাছুম, একরাম, জিল্লুর আঠিয়া, জিসান আঠিয়া, আবু তাহের, ফারুক আখন্দ, মহিন কুট্রিসহ অন্যান্য সদস্যরা।