হাজীগঞ্জে জিপিএল এসোসিয়েশনের খাদ্যসামগ্রী বিতরণ

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে আসন্ন রমজান উপলক্ষে এবং করোনা ভাইরাসে সেলফ্ কোয়ারেন্টাইনে থাকা কর্মহীন নিম্নআয়ের লোকজন ও অসহায়-অস্বচ্ছল পরিবারের পাশে খাদ্য সামগ্রী নিয়ে দাঁড়িয়েছে জিপিএল এসোসিয়েশন।
শুক্রবার (২৪ এপ্রিল) দিনব্যাপী উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের প্রতিটি বাড়ি-বাড়ি গিয়ে তিন শতাধিক কর্মহীন লোকদের পরিবারের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
জিপিএল এসোসিয়েশনের সভাপতি মুন্সি মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক আবু নাসের সুমনের নেতৃত্বে এবং প্রতিষ্ঠাতা মুন্সি মো. আবু হাসিবের সার্বিক তত্ত্বাবধানে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে প্রতি প্যাকেটে রয়েছে- চাল ৫ কেজি, ডাল ১ কেজি, তেল ১ লিটার, আলু ২ কেজি, ছোলা বুট ১ কেজি, লবণ ১ কেজি, মুড়ি ১ কেজি, পেঁয়াজ ১ কেজি, চিনি ১ কেজি ও সাবান ১টি।
এসব খাদ্য সামগ্রী ক্রয়ে আর্থিক সহযোগিতা করেন- আব্দুল হান্নান বেপারী, মজিবুর রহমান, সেলিম হোসেন, কামরুল ইসলাম, মো. হোসেন মোল্লা, ওমর ফারুক, কুতুবউদ্দিন মানিক, সৈয়দুুর রহমান, আব্দুল কাদের, বদরুজ্জামান, শফিকুর রহমান, ইউছুপ ইসলাম, রিয়াদ চৌধুরীসহ জিপিএলের অন্যান্য সদস্যবৃন্দ।
খাদ্য সামগ্রী প্যাকেজিং ও বিতরণে সার্বিক সহোযোগিতায় করেন জিপিএল এসোসিয়েশনেরর সহ-সভাপতি মিজানুর রহমান মোল্লা, যুগ্ম সম্পাদক মাসুদ আলম মুন্সী, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, কোষাধ্যক্ষ কাউছার মোল্লা, দপ্তর সম্পাদক মোফাজ্জল হক, প্রচার সম্পাদক নুরে আলম মুন্সি, ক্রীড়া সম্পাদক, মাহবুবুর রহমান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাউছার আলম মুন্সি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাসান আল মেহেদী, সহ-সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন, সদস্য আলহাজ সিদ্দিকুর রহমান, অধ্যাপক ড. সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম রাজা, তাজুল ইসলাম, আব্দুস সালাম মুন্সি, সেফায়েত উল্লা, রফিকুল ইসলাম, আব্দুল গাফফার, মাও. শওকাত আলী, মাও. আজিজ, আনোয়ার মিজি, সাইফুল্লাহ বকুল, ফজলুুল হক, জিকরুল্লা মিজি, সোহেল পাটোয়ারী, মুন্না, মাহবুব মুন্সী, মামুন মুন্সি, ডা. মহি, আবু তাহের, বাচ্চু মোল্লা, নুরু আঠিয়া, তৈয়ব আলী, সিরাজ কয়াল, সিদ্দিকুর রহমান বাবুল, ইসমাইল পাটোয়ারী, আ. মান্নান, মাহবুব সুমন, আরিফ, সালাউদ্দিন, ইসমাইল, শাহআলম, শিহাব, হাবিব, মানিক, তানভীর, মাহবুব, শাকিল, কামরুল, বিল্লাল, আরাফাত প্রমুখ।