হাজীগঞ্জে তাহিমের দাফন সম্পন্ন

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী মনির হোসেন সপরিবারে সড়ক দুর্ঘটনায় নিহত ছেলে মো. তাহিম হাসান ফাহিমের (১২) দাফন সম্পন্ন হয়েছে। রোববার (১২ জানুয়ারি) সকালে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে শনিবার সন্ধ্যায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর সদর উপজেলার কুমরাডুগি এলাকায় আইদি পরিবহনের একটি বাস ও সিএনজি চালিত স্কুটারের সংঘর্ষে কাজী মনির হোসেন সপরিবারে আহত হন। এসময় দুর্ঘটনাস্থলেই মারা যান তার পঞ্চম শ্রেণিতে পড়য়া ছেলে তাহিম হাসান ফাহিম।
দুর্ঘটনায় কাজী মনির হোসেন ও তার স্ত্রী সীমা আক্তার, ছেলে হৃদয়, পুত্রবধূ সামিয়া আক্তার ও মেয়ে মিথিলা আহত হয়েছেন। এর মধ্যে সামিয়া আক্তার ও মিথিলা গুরুতর আহত হয়েছেন। বর্তমানে সামিয়া রাজধানীর কল্যাণপুর ইবনেসিনা হাসপাতালে ও মিথিলা হাজীগঞ্জের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়াও সিএনজির ড্রাইভার আহত হয়েছেন। তিনি চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে নিহত তাহিম হাসান ফাহিমের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে সবার দোয়া চেয়েছেন কাজী মনির হোসেন। এছাড়া ফাহিমের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন এবং ব্যক্তি বিশেষ দোয়া-মাহফিলের আয়োজন করেছেন।
ফাহিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও আহতদের সুস্থতা কামনা করেন হাজীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন, সাবেক কাউন্সিলর এমরান হোসেন মুন্সী, নজরুল ইসলাম মুন্সীসহ অন্যান্য কাউন্সিলর, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, হাজীগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া সুলতানাসহ শিক্ষকরা।
এছাড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঠিকাদারবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ও এলাকাবাসী শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা ও তাদের সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় কাজী মনির হোসেন নিজ বাড়িতে আসার উদ্দেশে সপরিবারে লঞ্চযোগে ঢাকা থেকে চাঁদপুরে আসেন। এরপর তিনি চাঁদপুর থেকে সিএনজিচালিত স্কুটার যোগে হাজীগঞ্জে আসছিলেন। পথে চাঁদপুর সদর উপজেলার কুমরাডুগি এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে আইদি পরিবহনের যাত্রীবাহী একটি বাস সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।
এসময় স্থানীয়রা ছুটে এসে সিএনজি থেকে মো. তাহিম হাসান ফাহিমকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং আহত কাজী মনির হোসেন ও তার স্ত্রী এবং ছেলে হৃদয়কে হাজীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। একই সময়ে তার পূত্রবধু (ছেলে হৃদয়ের স্ত্রী) ও সিএনজির ড্রাইভারকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। পরে পূত্রবধূকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকায় রেফার করা হয়।

১৩ জানুয়ারি, ২০২৫।