হাজীগঞ্জে নিবন্ধিত ৬০ জন জেলের মাঝে সেলাই মেশিন বিতরণ

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে ৬০ জন নিবন্ধিত জেলের মাঝে সেলাই মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থ বছরে নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে বিকল্প আয়বর্ধনমূলক (এআইজিএ) কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৭ জুন) দুপুরে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে উপজেলা ই-সেন্টারে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন ৬০ জন জেলের মাঝে ৬০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এর আগে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওয়ালিউজ্জামান সরকারের সঞ্চালনায় জেলেদের উদ্দেশে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
এ সময় অনুষ্ঠানের সভাপতি মোমেনা আক্তারসহ আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুলফিকার আলী প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্য সরকারি কর্মকর্তা এবং সুবিধাভোগী জেলেরা উপস্থিত ছিলেন।

০৮ জুন, ২০২১।