
ওয়ার্ড কমিটি না হওয়ায় দুই ইউনিয়নে সম্মেলন স্থগিত
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং উৎসবমুখর পরিবেশে ১২ ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়নে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। যা গণতন্ত্র চর্চায় এক জলন্ত উদাহরণ হিসেবে দেখছেন তৃণমূলের নেতা-কর্মীরা এবং এই সম্মেলন নেতা-কর্মীদের মাঝে সঞ্জীবন শক্তি হিসেবে কাজ করছে বলে মনে করেন তারা।
এদিকে অপর দু’টি ইউনিয়নে (হাটিলা পূর্ব ও গন্ধর্ব্যপুর দক্ষিণ) মামলাজনিত কারণে এবং ওয়ার্ড পর্যায়ে সম্মেলন সম্পন্ন না হওয়ায়, নির্দিষ্ট সময়ে ওই দু’টি ইউনিয়নের সম্মেলন করা হয়নি। তবে জেলা নেতৃবৃন্দের দিক-নির্দেশনায়, শিঘ্রই উল্লেখিত দু’টি ইউনিয়নে সম্মেলন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন। তিনি বলেন, এ বিষয়ে জেলা নেতৃবৃন্দ যেভাবে চাইবেন, সেভাবে আমরা কাজ করবো।
জানা গেছে, গত ২৮ নভেম্বর বড়কুল পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের মধ্য দিয়ে ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয় এবং ৬ ডিসেম্বর রাজারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন করার মাধ্যমে উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়ন সম্পন্ন হয়। এর আগে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অর্থ্যাৎ ভোটের মাধ্যমে সকল ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের সম্মেলন সম্পন্ন করা হয়।
এই ১০ ইউনিয়নের মধ্যে ৫ ইউনিয়নে আওয়ামী লীগের নতুন সভাপতি, ৮ ইউনিয়নে নতুন সাধারণ সম্পাদক এবং দ্বাদশগ্রাম ইউনিয়নে প্রথমবারের মতো নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কারণ দ্বাদশগ্রাম ইউনিয়ন গঠন করার পর, এখানে আওয়ামী লীগের কমিটি ছিল না। উল্লেখ্য, রাজারগাঁও ও কালচোঁ উত্তর ইউনিয়নের অংশ নিয়ে দ্বাদশগ্রাম ইউনিয়ন গঠন করা হয়।
গত ২৮ নভেম্বর আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে বড়কুল পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। যদিও নিষেধাজ্ঞার নোটিশ হাতে পাওয়ার আগেই সম্মেলন কার্যক্রম সম্পন্ন হয়ে যায়। সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে আবু তাহের ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আলহাজ কবির হোসেন মিয়াজী নির্বাচিত হয়েছেন। এ ইউনিয়নে সভাপতি পরিবর্তন হয়েছে। আগে সভাপতি ছিলেন মফিজুল ইসলাম।
২৯ নভেম্বর বড়কুল পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন হয়। সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে ইউপি চেয়ারম্যান মনির হোসেন গাজী ও সাধারণ সম্পাদক এম.এ হাসেম ওরফে হাসু নির্বাচিত হয়েছেন। এ ইউনিয়নে সাধারণ সম্পাদক পরিবর্তন হয়েছে। আগে সাধারণ সম্পাদক ছিলেন ইয়াছিন আরাফাত।
৩০ নভেম্বর সকালে দ্বাদশগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন হয়। সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে এ.কে.এম শাহজাহান প্রধানীয়া ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম বকাউল নির্বাচিত হয়েছেন। নবগঠিত ইউনিয়ন প্রথমবারের মতো ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
৩০ নভেম্বর বিকালে সদর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সভাপতি পদে ইউপি চেয়ারম্যান আলহাজ সফিকুল ইসলাম মীর এবং সাধারণ সম্পাদক মাহতাব হোসেন সবুজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ইউনিয়নে সভাপতি ও সাধারণ সম্পাদক পরিবর্তন হয়েছে। এর আগে সভাপতি ছিলেন আলী আশ্রাফ দুলাল ও সাধারণ সম্পাদক ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ সফিকুল ইসলাম মীর।
২ ডিসেম্বর সকালে বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন হয়। সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী ও সাধারণ সম্পাদক অমল কৃষ্ণ ধর নির্বাচিত হয়েছেন। এ ইউনিয়নে সাধারণ সম্পাদক পদে পরিবর্তন হয়েছে। আগে সাধারণ সম্পাদক ছিলেন হাবিবুর রহমান লিটন।
২ ডিসেম্বর বিকালে কালচোঁ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন হয়। সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে আকতার হোসেন মিকন ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান নির্বাচিত হয়েছেন। এ ইউনিয়নে সভাপতি ও সাধারণ সম্পাদকের পরিবর্তন হয়েছে। আগে সভাপতি ছিলেন হাফেজ শাহজালাল। তিনি এবার প্রতিদ্বন্দ্বিতা করেননি। সাধারণ সম্পাদক ছিলেন মাও. মাইনুদ্দিন মিয়াজী। তিনি এবার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
৩ ডিসেম্বর গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন হয়। সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে কাজী নুরুর রহমান বেলাল ও সাধারণ সম্পাদক গাজী মো. ওলি উল্যাহ্ নির্বাচিত হয়েছেন। এ ইউনিয়নে সাধারণ সম্পাদক পরিবর্তন হয়েছে। আগে সাধারণ সম্পাদক ছিলেন কাজী ফয়েজ আহমেদ। তিনি এবার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
৪ ডিসেম্বর হাটিলা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন হয়। সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে একেএম মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক নাজমুল হক রাসেল পাটওয়ারী নির্বাচিত হয়েছেন। এ ইউনিয়নে সভাপতি ও সাধারণ সম্পাদকের পরিবর্তন হয়েছে। আগে সভাপতি ছিলেন ইঞ্জি. সফিকুর রহমান। তিনি এবার প্রতিদ্বন্দ্বিতা করেননি। সাধারণ সম্পাদক ছিলেন গোলাম মোস্তফা মুশু। তিনি এবার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
৫ ডিসেম্বর কালচোঁ উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন হয়। সম্মেলনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া ও কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পলাশ নির্বাচিত হয়েছেন। এ ইউনিয়নে সভাপতি ও সাধারণ সম্পাদকের পরিবর্তন হয়েছে। আগে সভাপতি ছিলেন কামাল হোসেন মজুমদার। তিনি এবার প্রতিদ্বন্দ্বিতা করেননি। সাধারণ সম্পাদক ছিলেন ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া। তিনি এবার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
৬ ডিসেম্বর রাজারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন হয়। কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল হাদী মিয়া ও সাধারণ সম্পাদক আবুল কালাম ওরফে আবু হাজি নির্বাচিত হয়েছেন। এ ইউনিয়নে সাধারণ সম্পাদক পরিবর্তন হয়েছে। আগে সাধারণ সম্পাদক ছিলেন শফিকুল ইসলাম। তিনি এবারো সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।