হাজীগঞ্জে নৌকার প্রার্থী বিজয়ের লক্ষ্যে পৌর আ.লীগের বিশেষ বর্ধিত সভা

মোহাম্মদ হাবীব উল্যাহ্
আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকালে অনুুুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। এজন্য ভোটারের কাছে যেতে হবে এবং সবাই আওয়ামী লীগের উন্নয়ন সম্পর্কে জানাতে হবে।
নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, অনেকেই দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু একজন দলীয় প্রতীক পেয়েছেন। এজন্য অন্যদের অভিমানের কিছু নেই। দলীয় প্রার্থী তথা নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে এক ও অভিন্ন হয়ে কাজ করতে হবে। এক্ষেত্রে কোন ধরনের রাগ-অভিমান করা যাবে না। নির্বাচনকে সামনে রেখে সব বিভেদ ভুলে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে হবে।
সভায় দলীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন, সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুণ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ হেলাল উদ্দিন মিয়াজী।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ আহম্মদ খসরুর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সত্যব্রত ভদ্র মিঠুন, জহিরুল ইসলাম মামুন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান উল্যাহ্ মৃধা, শুকুর আলম শুভ, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের আহ্বায়ক হায়দার পারভেজ সুজন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম।
সাধারণ সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ইউসুফ মোহন গাজী, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাব্বী এবং উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, পৌর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্যবৃন্দসহ সব ওয়ার্ড নেতৃবৃন্দ।
সভায় উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৩ জানুয়ারি, ২০২১।