মোহাম্মদ হাবীব উল্যাহ্
আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে হাজীগঞ্জে আইন-শৃঙ্খলাবাহিনীর ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া স্বেচ্ছাসেবক, রাজনৈতিক দল ও শিক্ষার্থীদের নিয়মিত যোগাযোগ থাকবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহানের সভাপতিত্বে সোমবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত মনিটরিং সভায় হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক এ তথ্য জানান।
হিন্দু ধর্মালম্বীদের পূর্জামণ্ডপের সার্বিক নিরাপত্তা বিধানে সমাজের বিভিন্ন পর্যায়ে গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র প্রতিনিধিরে নিয়ে গঠিত মনিটরিং কমিটির সদস্যদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ওসি জানান, পূজামণ্ডপে গ্রাম পুলিশ, আনসার ও হাজীগঞ্জ পুলিশ সার্বক্ষনিক দায়িত্ব পালন করবে। পাশাপাশি সাদা পোশাকে পুলিশ, মোবাইল টিম, ডিবি ও সেনাবাহীনির সদস্যরা দায়িত্ব পালন করবেন।
সভায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাছান মাহমুদ, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, গোলাম মোস্তফা স্বপন, ইউসুফ প্রধানী সুমন, মোস্তফা কামাল মজুমদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বণিক, পৌর সভাপতি রাধাকান্ত দাস রাজু, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মো. কলিম উল্লাহ ভূঁইয়া, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি প্রিন্সিপাল এম.এ মতিন।
এসময় আরও বক্তব্য রাখেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের প্রতিনিধি মাও. মো. হাছানুল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী শাহাদাত সাকিব ও আব্দুর রহমান সানী প্রমুখ।
সভায় হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, আলীগঞ্জ হযরত মাদ্দাহ খাঁ (রহ.) জামে মসজিদের খতিব মুফতি ফজলুল কাদের বাগদাদী, সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন টিটু, আনসার ও ভিডিপি কর্মকর্তা, ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজারসহ মনিটরিং টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
০৮ অক্টোবর, ২০২৪।

