হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চুন্নুর স্মরণে স্মরণসভা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের আয়োজনে রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় রোটারী ক্লাব অব হাজীগঞ্জে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি গাজী সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য মো. ইকবালুজ্জামান ফারুক, মো. জাকির মজুমদার, মো. হাবিবুর রহমান, যুগল কৃষ্ণ হালদার, মো. সেলিম ও মো. জসিম উদ্দিন।
সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের উপস্থাপনায় এ সময় আরো বক্তব্য রাখেন সাবেক সভাপতি মো. কামাল হোসেন, মো. মহিউদ্দিন আল আজাদ, সাংগঠনিক সম্পাদক এস.এম মিরাজ মুন্সী, সদস্য মনিরুজ্জামান বাবলু, মোহাম্মদ হাবীব উল্যাহ, সুজন দাস।
পরিবারের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চুননুর ছেলে শিমুল ও জামাতা নওশাদ হোসেন ইমন। সভার শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন গাজী নাছির উদ্দিন।
এ সময় প্রয়াত মাহবুবুল আলম চুননুর স্মরণে কবিতা আবৃত্তি করেন কাজী মোরশেদ আলম। এরপর মরহুমের প্রতি সম্মান জানিয়ে উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
সভায় প্রেসক্লাবের সিনিয়র সদস্য তপন কুমার পাল, হাবিবুর রহমান জীবন, প্রেসক্লাবের অর্থ সম্পাদক পাপ্পু মাহমুদ, সদস্য মো. মেহেদী হাছান, মো. হুমায়ুন কবির, সাংবাদিক মজিবুর রহমান রনিসহ উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার দিবাগত রাত ১টার দিকে মাহবুবুল আলম চুননু হাজীগঞ্জের বাসায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। এরপর স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কুমিল্লা জেলার গৌরিপুর নামক এলাকায় মৃত্যুবরণ করেন।
তিনি হাজীগঞ্জ প্রেসক্লাবের নেতৃত্বের সাথে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রিয় কমিটির সাবেক সদস্য, চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি ও হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি, হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন।
২০ ডিসেম্বর, ২০২১।