হাজীগঞ্জে বঙ্গবন্ধুর স্নেহধন্য বাদশা মজুমদার আর নেই

বঙ্গবন্ধুর হত্যার বিচারহীন প্রায় ৩৫ বছর খালি পায়ে হাঁটাচলা করা

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য পৌর আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য আবুল বাসার বাদশা মজুমদার (৯০) আর নেই। বুধবার (৫ জানুয়ারি) দুপুর দেড়টায় তিনি বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মৃত্যুকালে আবুল বাসার বাদশা মজুমদার ৫ ছেলে, ১ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে আবুল বাসার বাদশা মজুমদারের মৃত্যুতে শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দিন, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
জানা গেছে, স্বাধীনতার পূর্বে (১৯৭০) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজীগঞ্জে আসলে আবুল বাসার বাদশা মজুমদারের কথা বলেন এবং তাঁকে স্নেহ করে বুকে জড়িয়ে নেন। স্বাধীনতা পরবর্তী সময়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের ঘটনায় আবুল বাসার বাদশা মজুমদার প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েন। তিনি বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মম হত্যাকান্ডের বিষয়টি মেনে নিতে পারেননি।
এরপর থেকে তিনি শপথ করেন, বঙ্গবন্ধুর হত্যার বিচার না হওয়া পর্যন্ত খালি পায়ে থাকবেন। এভাবে প্রায় ৩৫ বছর আবুল বাসার বাদশা মজুমদার খালি পায়ে চলাফেরা করেছেন। শুধু বাড়ি বা হাট-বাজার নয়, তিনি কোথাও অতিথি হয়ে গেলেও খালি পায়ে হাঁটাচলা করতেন। অবশেষে ২০১০ সালের ২৮ জানুয়ারি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকান্ডের সাথে জড়িত কয়েকজন আসামির ফাঁসির রায় কার্যকর হলে তিনি জুতা পায়ে দেন।

০৬ জানুয়ারি, ২০২২।