মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে ভোজ্য তেলের সংকট নিরসনে বাজার মনিটরিং ও সার্বিক জনসচেতনতার লক্ষ্যে হাজীগঞ্জ বাজারের মুদি মালামালের দোকান ও গোডাউন পরিদর্শন করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম। রোববার (১৫ মে) দুপুরে তিনি বাজারের বিভিন্ন দোকান ও গুদামঘরে অভিযান চালিয়ে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে সয়াবিন তেল বিক্রিসহ অবৈধভাবে তেল মজুদের বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করেন।
জানা গেছে, গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে এ দিন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাজীগঞ্জ বাজারের বেশিরভাগ মুদি দোকান ও দোকানীদের গোডাউনে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম। অভিযানে পুরোনো তেল মজুদ রয়েছে এমন কোন সন্ধান মেলেনি। তবে বাজারে তেলের কোন সংকট নেই। সবগুলো দোকানেই নতুন মূল্যের বোতলজাতকৃত তেল দেখা গেছে।
বাজার মনিটরিং এবং যাচাই-বাছাই শেষে ভোক্তাদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম বলেন, অবৈধভাবে তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির বিষয়ে যে কোন তথ্য উপজেলা প্রশাসনকে (ইনবক্সে কিংবা মোবাইলে) জানানোর অনুরোধ করছি। আপনাদের গোপন ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে এ চলমান অভিযান পরবর্তীতে আরো জোরালোভাবে পরিচালনা করা হবে।
এসময় হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, উপ-পরিদর্শক শেখ মো. আব্দুল আজিজ, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আসফাকুল আলম চৌধুরীসহ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৬ মে, ২০২২।