মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আবুল বাসারের সভাপতিত্বে বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনির হোসেন ভূঁইয়ার উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভা শেষে বিএনপির প্রয়াত নেতা-কর্মী ও সমর্থকদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জিসান আহমেদ সিদ্দিকী।
এ সময় পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ইয়াছিন আরাফত অনিক, সাখাওয়াত হোসেন ও শহীদ উল্যাহ্, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, আলামিন বাবু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হান্নান তালুকদার, মেরাজুল ইসলাম রোমান, অ্যাড. সোহেল কাজী, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রোমান মিজি ও রইফুল ইসলাম জিলানী উপস্থিত ছিলেন।
উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে পৌর যুবনেতা জুয়েল, শাহআলম বাবলু, আলামিন, জুলহাস ও ছাত্রনেতা মেহেদীসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
০২ সেপ্টেম্বর, ২০২১।