হাজীগঞ্জ ব্যুরো
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় জেলার মধ্যবর্তী স্থান হাজীগঞ্জে স্থাপনের দাবিতে হাজীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘হাজীগঞ্জ সচেতন নাগরিক ফোরাম’ এর ব্যানারে গত শুক্রবার বাদজুমা বৃষ্টি উপেক্ষা করে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সাবেক ও বর্তমান ছাত্রনেতাসহ দল-মত নির্বিশেষে উপজেলার সর্বস্তরের জনসাধারণ অংশ নেয়। এছাড়া ‘জাগ্রত তরুণ জনকল্যাণ সংস্থা’ হাজীগঞ্জ উপজেলার শাখা নামক অপর একটি সংগঠন এই মানববন্ধনে অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, ভৌগলিক দিক থেকে জেলার মধ্যবর্তী ও গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে হাজীগঞ্জ উপজেলা। এখানে ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়’ স্থাপন হলে চাঁদপুর জেলার সব উপজেলাসহ পার্শ্ববর্তী লক্ষ্মীপুর, নোয়াখালী ও কুমিল্লা জেলার একাংশ শিক্ষার্থী ও অভিভাবকরা উপকৃত হবে।
তাছাড়া চাঁদপুরের চরাঞ্চল নদী ভাঙন এলাকা এবং এর পশ্চিমাঞ্চলে পদ্মা-মেঘনা নদীর অবস্থান। সেখানে কোন জনপথ নেই। তাই ভৌগলিক অবস্থান ও জনপথের কথা বিবেচনা করে হাজীগঞ্জে এই বিশ্ববিদ্যালয়টি হওয়া উচিত বলে মনে করে হাজীগঞ্জবাসী। এজন্য শিক্ষামন্ত্রী ও সংর্শ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের দাবি জানান বক্তারা।
মানববন্ধনে পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শুকুর আলম শুভ, সাবেক ছাত্রনেতা চঞ্চল সাহা, উপজেলা ছাত্রদলের আহবায়ক এস.এম ফয়সাল হোসাইন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল হাসানসহ হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী, সংবাদকর্মী, সাবেক ও বর্তমান ছাত্রনেতাসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে যথাযথ গুরুত্ব প্রদানসহ পাঠন ও গবেষণার সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণকল্পে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য গত বছরের (২০২০) ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে বিল পাস হয়। এর আগে ২০১৯ সালের ২৩ ডিসেম্বর চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০১৯ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা।
এরপর চলতি বছরের ২৫ জানুয়ারি ড. মো. নাছিম আখতারকে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার এবং বিশ^বিদ্যালয়টি স্থাপনের জন্য প্রাথমিকভাবে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চর বহরিয়া নামক এলাকাটি নির্ধারণ করা হয়।
১৯ সেপ্টেম্বর, ২০২১।