মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ বাজারের ফুটপাত নিয়মিত দখলে রাখায় ৩২টি মামলায় ৩২ জন ব্যবসায়ীকে নগদ ৪৫ হাজার ৫শ’ টাকা জরিমানা আরোপ ও আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। বুধবার (৩ আগস্ট) বিকালে হাজীগঞ্জ বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম এবং ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক।
জানা গেছে, কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান সড়কের দু’পাশে ফুটপাত দখল করে পথচারীদের চলাচলে বিঘœতা সৃষ্টি এবং বাজারের যানজটের অন্যতম প্রধান কারণ হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল বুধবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক।
এসময় ফুটপাত দখল রাখায় বাজারের ৩২ জন ব্যবসায়ীর বিরুদ্ধে ৩২টি মামলায় পৃথক পৃথকভাবে নগদ ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এর মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম ১৯টি মামলায় ২৯ হাজার ৫০০ হাজার টাকা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক ১৩টি মামলায় ১৬ হাজার টাকা জরিমানা আদায় করেন।
জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে। ভ্রাম্যমাণ আদালতে আইন-শৃঙ্খলার দায়িত্ব পালন করে হাজীগঞ্জ থানা পুলিশ।
উল্লেখ্য, হাজীগঞ্জ বাজার জেলার অন্যতম বাণিজ্যিক এলাকা ও চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক জেলার একমাত্র গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন শত-শত বিভিন্ন প্রকার যানবাহন ও বাজারে আসা হাজার-হাজার পথচারী চলাচল করে থাকে।
আর এ সড়কের দুই পাশের বাজারের অবস্থান। দেখা গেছে, হাজীগঞ্জ বাজারের ব্যস্ততম এ সড়কের বেশিরভাগ অংশের ফুটপাত এখন ব্যবসায়ীদের দখলে। ফুটপাত দখল করে বিভিন্ন ধরনের মালামাল নিয়ে বেচাকেনা করছেন তারা ব্যবসায়ীরা। আবার কাঁচামাল ও ফলমূল থেকে থকে শুরু করে ফুটপাতে বিভিন্ন পণ্যের হকারি দোকানও গড়ে তোলা হয়েছে সেখানে। যার ফলে পথচারীরা সড়কের ওপর দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।
এছাড়া প্রায়ই ছোট-খাটো দুর্ঘটনাসহ মারাত্মক যানজটের ভোগান্তি পোহাতে হচ্ছে হাজীগঞ্জবাসীকে। বিশেষ করে বাজারের কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের আমিন রোড (থানা রোড) থেকে রাজা লক্ষ্মী নারায়ন জিউর আখড়া পর্যন্ত যানজটের দুর্ভোগ পোহাতে হয় পথচারী, বিভিন্ন পরিবহন ও যাত্রী সাধারণকে। তবে এ যানজটের অন্যতম প্রধান কারণ হিসাবে বোগদাদ পরিবহন ও রিলাক্স পরিবহনকে দায়ী করেন ব্যবসায়ী ও স্থানীয়রা।
এছাড়া সিএনজিচালিত স্কুটার (সিএনজি) ও ব্যাটারিচালিত অটোরিক্সা বাজারের যেখানে সেখানে অবস্থান, যাত্রী ওঠা-নামার কারণে বাজারে যানজটের সৃষ্টি হয়ে থাকে বলে ব্যবসায়ীরা জানান। এর ফলে প্রায় প্রতিনিয়তই ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ে। বিষয়টি নিয়ে উপজেলা আইন-শৃঙ্খলা সভায় বিভিন্ন সময়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হলে, তা বাস্তবায়ন যেন কঠিন হয়ে দাঁড়িয়েছে।
০৪ আগস্ট, ২০২২।