হাজীগঞ্জে মাদক ব্যবসায়ী ইয়াবাসহ আটক

হাজীগঞ্জ ব্যুরো :
হাজীগঞ্জের চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. লিটন (৪০) কে আটক করেছে পুলিশ। গত শুক্রবার পৌরসভাধীন টোরাগড় গ্রাম থেকে তাকে ১০ পিস ইয়াবাসহ হাতে-নাতে আটক করে পুলিশ। লিটন টোরাগড় গ্রামের শেখ কয়েল বাড়ির আলী আরশাদ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনির নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. ফরাজুল ইসলাম টোরাগড় গ্রাম থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ লিটনকে আটক করা হয়। সে উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী।