হাজীগঞ্জে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

লোভ-লালসার উর্ধ্বে ওঠে মানুষের জন্য কাজ করতে হবে
…..মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনাতয়নে তিনি সরকারি কর্মকর্তা ও উপজেলার ১১টি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশে বক্তব্য রাখেন।
ইউপি চেয়ারম্যানদের স্বাগত জানিয়ে তিনি বলেন, জীবন পার্থিব নয়, আখিরাতের জন্য। তাই লোভ-লালসার উর্ধ্বে ওঠে মানুষের জন্য কাজ করতে হবে। দুর্বল ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহস জোগাতে হবে এবং সরকারি বরাদ্দ সঠিকভাবে মানুষের কাছে পৌছাতে হবে। হাজীগঞ্জ-শাহরাস্তিতে যারা ভালো কাজ করবে, আমি তাদের পুরস্কৃত করবো।
বক্তব্য শেষে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম উপজেলার গরিব ও অসহায় শিক্ষার্থীদের জন্য ১ হাজার ২শ’ ৪৩ পিস স্কুল ব্যাগ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। একই সময়ে তিনি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে স্কুল বেঞ্চ ও ক্রীড়া সমাগ্রী তুলে দেন। এছাড়াও অসহায় এক শিক্ষার্থীকে মেডিকেলে ভর্তিসহ তার এক বছরের খরচ জোগাড় করে দেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন, পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুনসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা।
এ সময় আরো বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আলহাজ আবদুল হাদি, মিজানুর রহরমান, মানিক হোসেন প্রধানীয়া, গোলাম মোস্তফা স্বপন, ইউসুফ প্রধানীয়া সুমন, মুজিবুর রহমান, নুরুল আমিন হেলাল, মোস্তফা কামাল মজুমদার, কাজী নুরুর রহমান বেলাল, গিয়াস উদ্দিন বাচ্চু, মোস্তফা কামাল মজুমদার।
এর আগে সভার শুরুতে সাংসদকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। এরপর সাংসদ নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করে নেন এবং একই সময়ে সাংসদকে সব ইউপি চেয়ারম্যান ফুলেল শুভেচ্ছা জানান।

২০ ফেব্রুয়ারি, ২০২২।