হাজীগঞ্জে মাস্ক না পরায় আরো ৯ জনকে জরিমানা

হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে মাস্ক না পরায় আরো ৯ জনকে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের চেঙ্গাতলী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯টি মামলায় ৯ জনকে ১ হাজার ৮শ’ টাকা জরিমানা করেন তিনি।
করোনাভাইরাস দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জনসাধারনের মাস্ক পরিধান নিশ্চিতকরণে গত ১০ নভেম্বর থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এর ধারাবাহিকতায় এদিন দুপুরে চেঙ্গাতলী বাজারে ভ্রাম্যমাণ আদালন পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় মাস্ক না পরায় ৯ জনকে জরিমানা করা হয়।
এর আগে মাস্ক না পরার অপরাধে গত ১৭ নভেম্বর আলীগঞ্জ বাজারে ১৭ জনকে মোট ৩ হাজার ১শ’ ৬০ টাকা জরিমানা, ১২ নভেম্বর হাজীগঞ্জ বাজারে ১৫ জনকে মোট ৩ হাজার টাকা জরিমানা এবং ১০ নভেম্বর রামপুর বাজারে ১০ জনকে মোট ১ হাজার ৬শ’ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বৈশাখী বড়ুয়া।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি আইন না মানায় (মাস্ক না পরায়) ২০১৮ সালের সংক্রমণ আইনে দ্বাদশগ্রাম ইউনিয়নের চেঙ্গাতলী বাজারে আসা ৯ জন পথচারীকে নগদ ১ হাজার ৮শ’ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বৈশাখী বড়ুয়া। এ সময় জরিমানাকৃত সবাইকে বিনামূল্যে মাস্ক দেয়া হয় এবং সবাইকে স্বাস্থবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করেন তিনি।
এ সময় ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম বকাউল ও ইউপি সদস্য ইউসুফ পাটওয়ারী, সেলিম বেপারী, জাকির হোসেন, জহির কাজী ও হেলাল মুন্সীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
১৯ নভেম্বর, ২০২০।