
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে মুক ও বধিরদের (বাক ও শ্রবণ প্রতিবন্ধী) মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া মুক ও বধিরদের মাঝে জনপ্রতি দু’টি করে কম্বল বিতরণ করেন।
এদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে অর্ধশত বাক ও শ্রবণ প্রতিবন্ধী উপস্থিত হয়ে এ কম্বল গ্রহণ করে। পরে তাদের অনুরোধে উপজেলা চত্বরে অবস্থিত ‘মৃত্যুঞ্জয়ী মুজিব চত্তর’ টেরাকোটার সামনে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের সাথে ফটোসশনে যোগ দেন ইউএনও।
এ সময় ইউএনও’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা। ইউএনও বৈশাখী বড়ুয়া তাদের যেকোন সমস্যায় তাকে জানাতে অনুরোধ জানান।