
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়া আলোচনা সভা, প্রভাত ফেরী, সাংস্কৃতিক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে দিবসের সূচনা করেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনসহ কাউন্সিলর ও পৌর কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়াসহ সরকারি কর্মকর্তাবৃন্দ, অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেনসহ থানার কর্মকর্তাবৃন্দ, জেনারেল ম্যানেজার (জিএম) মো. কেফায়েত উল্যাহ্সহ চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তাবৃন্দ।
এছাড়া শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ হেলাল উদ্দিন মিয়াজী, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিনের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন এবং সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ আহম্মদ খসরুর নেতৃত্বে পৌর আওয়ামী লীগ প্রমুখ।
এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু সুফিয়ান রানার নেতৃত্বে উপজেলা বিএনপি, পৌর বিএনপির সভাপতি আবুল বাসারের নেতৃত্বে পৌর বিএনপি, কাউন্সিলর আবু বকর সিদ্দিকের নেতৃত্বে উপজেলা ও পৌর বিএনপি, মুন্সী মোহাম্মদ মনিরের নেতৃত্বে হাজীগঞ্জ প্রেসক্লাব, অধ্যাপক এস.এম চিশতীর নেতৃত্বে উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
এদিকে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা স্ব-স্ব প্রতিষ্ঠানের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া শিক্ষক ও শিক্ষার্থীদের অংশ গ্রহণে প্রভাত ফেরী এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।