হাজীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে মৃত্যুঞ্জয়ী মুজিব চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, উপজেলা প্রশাসনের আয়োজনে সীমিত পরিসরে আলোচনা সভা, অনলাইনে অনুষ্ঠিত রচনা, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম। বক্তব্য শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে দিনের শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শোকশ্রদ্ধা জানান উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিনের নেতৃত্বে উপজেলা পরিষদ।
এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়ার নেতৃত্বে উপজেলা প্রশাসন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি নেতৃত্বে থানা পুলিশ, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. কেফায়েত উল্যাহ্র নেতৃত্বে সমিতির কর্মকর্তাবৃন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম সোয়েব আহমেদ চিশতীর নেতৃত্বে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ।
পরে উপজেলার সরকারি বিভিন্ন দপ্তর, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এছাড়া উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়।
১৭ আগস্ট, ২০২০।