মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের নাসিরকোট শহীদ মুক্তিযোদ্ধা সমাধীস্থলে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর উপজেলা সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিন সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদ ও পৌরসভার প্রশাসক তাপস শীল সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও পৌরসভার পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। এরপর অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুকের নেতৃত্বে হাজীগঞ্জ থানা পুষ্পস্তবক অর্পণ করে।
এরপর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার উল্যাহর নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদের নেতৃত্বে হাজীগঞ্জ প্রেসক্লাব, ডা. আজাদুল হকের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শিল্পকলা একাডেমি শহীদ মুক্তিযোদ্ধা সমাধীস্থলে পুস্পস্তবক অর্পণ করে। একই সঙ্গে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সাধারণ মানুষ।
সভায় বক্তারা বলেন, ১৪ ডিসেম্বর বাঙালি জাতির জীবনে একটি বেদনাময় দিন। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের শেষ সময়ে পাকিস্তানি হানাদার বাহিনী দেশের বিভিন্ন স্থানে আত্মসমর্পণ শুরু করে এবং তাদের পরাজয় উপলব্ধি করে তখন দেশের শ্রেষ্ঠ সন্তান বিভিন্ন শ্রেণি-পেশার মেধাবী মানুষদের ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে।
তারা বলেন, স্বাধীন বাংলাদেশের সম্ভাবনা ও নতুন রাষ্ট্রকে মেধাশূন্য করার ষড়যন্ত্র বাস্তবায়নে পাকিস্তানি বাহিনী মেধাবী মানুষদের চোখ বেঁধে ধরে নিয়ে পৈশাচিকভাবে হত্যাযজ্ঞ চালায়। বাঙালি জাতি যাতে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেজন্য জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে।
এদিন শহীদ মুক্তিযোদ্ধা সমাধীস্থলে পুষ্পস্তবক অর্পণ ও উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া-মাহফিলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাদাত হোসেন, মৎস্য কর্মকর্তা সুলতানা রাজিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আহমেদ উপস্থিত ছিলেন।
এছাড়া হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু কুমার দত্ত মিঠু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিকুর রহমান, নির্বাচন কর্মকর্তা ফারুক হোছাইন, উপ-সহকারী প্রকৌশলী (সেচ) মামুনুর রশিদ, আনসার-ভিডিপি কর্মকর্তা রাজিয়া বেগম, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল গণি, সহকারী শিক্ষা কর্মকর্তা মনির হোসেন, ইউপি চেয়ারম্যান আবু তাহের প্রধানীয়া, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নয়ন, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্সহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
১৫ ডিসেম্বর, ২০২৪।