মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনকল্পে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে উপজেলা ই-সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিতির সর্বসম্মতিক্রমে একগুচ্ছ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সিদ্ধান্তগুলোর মধ্যে হলো- দূরপাল্লার যাত্রীবাহী পরিবহনগুলোতে হাজীগঞ্জ বাজারস্থ বড় পুলের পূর্ব পাড় এবং পশ্চিম বাজারস্থ গাউছিয়া হাইওয়ে ও স্টার হোটেল সংলগ্ন বাস বে’র সামনে যাত্রী ওঠা-নামা করবে। এর মধ্যে কোন যাত্রী ওঠা-নামা করতে পারবে না অর্থাৎ গাড়িগুলোর গেট লক (দরজা বন্ধ) থাকবে। বাজার অনির্ধারিত সিএনজি স্ট্যান্ডে দুইটি করে সিএনজির বেশি থাকতে পারবে না।
সড়কের মাঝখানে সিএনজি বা অটো থামিয়ে মালামাল ওঠানামা করতে পারবে না। থানা রোডে (আমিন রোড) পূর্ব পাশে অবৈধ অটো স্ট্যান্ড থাকবে না। থানা রোড ও ডিগ্রি কলেজ রোড সামনের ইউর্টান বন্ধ করে দেওয়া হবে। চাঁদপুর, রামগঞ্জ, কচুয়া ও শাহরাস্তি থেকে আসা সিএনজি বাজারের প্রবেশমুখে যাত্রী নামিয়ে দিতে হবে।
ফুটপাত ও সড়ক দখল করে থাকা কোন স্থায়ী ও ভ্যান গাড়িতে হকারি করে পণ্য বিক্রয় করা যাবে না। রাত আটটার পরে ভ্যান গাড়ি ও ফুটপাতের পাশে হকার বসতে পারবে। কোন দোকানঘরের ব্যবসায়ী ফুটপাত দখল করে মালামাল প্রদর্শন করতে পারবে না। ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।
এছাড়া মতবিনিময় সভায় জনস্বার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং উল্লেখিত সিদ্ধান্তগুলো মাইকিং করে জানিয়ে দেওয়া হবে। পরবর্তীতে সিদ্ধান্তগুলো অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মালামাল জব্দ, নিলামে বিক্রি এবং প্রয়োজনে জরিমানা ও কারাদণ্ডসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় বক্তব্য রাখেন সেনাবাহিনীর চাঁদপুর জেলার অপারেশন অফিসার ল্যাফটেনেন্ট জাবিদ হাসান, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বিন আখতার, ট্রাফিক সার্জেন্ট মো. ইব্রাহিম খলিল, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মিজানুর রহমান, ছাত্র প্রতিনিধি মো. শাহাদাত হোসেন।
এছাড়া জেলা পরিবহন সড়কের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, চালক দলের জেলা সাধারণ সম্পাদক মো. হাসান, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোহেল রানা, বোগদাদ পরিবহনের প্রতিনিধি মো. জসিম উদ্দিন, আইদি পরিবহনের প্রতিনিধি রিয়াদ বলি, হকার প্রতিনিধি আকতার হোসেন এবং সিএনজি ও অটোরিক্সা মালিক, চালক ও শ্রমিকসহ পরিবহনের প্রতিনিধি ও হকাররা বক্তব্য রাখেন।
সভায় হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র ওয়ারেন্ট অফিসার লোকমান হোসেনসহ প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও পৌরসভার কর্মকর্তা, প্রেসক্লাব, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি, বিভিন্ন পরিবহন ও হকার সমিতির নেতৃবৃন্দ, হকার ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
২৮ মার্চ, ২০২৫।