হাজীগঞ্জ ব্যুরো
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী।
উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মো. আলমগীর কবির পাটওয়ারী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি দেশ ও জাতীর উন্নয়নে এমন একটি দল গঠন করেছেন যা, এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল। অথচ এ দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জেলহাজতে। তাকে মুক্ত করতে হলে, ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। সেজন্য যুবদলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আকবর হোসেন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. মিজানুর রহমান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর ৬নং ওয়ার্ড কাউন্সিলর আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন মজুমদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু রায়হান সোহেল, সদস্য সচিব জিসান আহম্মেদ সিদ্দিকী, পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হান্নান তালুকদার, কাজী শাহাদাত প্রমুখ।
এ সময় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, যুবদল নেতা ইমাম হোসেন মুন্সি, জহিরুল ইসলাম, রাশেদ আলম, ছাত্রদল নেতা রোমান মিজি, ইব্রাহীম মুন্সি, সাগরসহ উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি, যুবদল, শ্রমিক দল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবন্দ এবং যুবদলের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন, যুবদল নেতৃবৃন্দ।