হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে যুবদলের নেতাকর্মীদের অংশগ্রহণে হাজীগঞ্জ বাজারে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ড. মো. আলমগীর কবির পাটওয়ারী।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আবুল বাসার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রানা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন, পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক হেলাল উদ্দিন মজুমদার, শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাসিনা আকতার প্রমুখ।
উপজেলা যুবদল নেতা আবু রায়হান মো. সোহেলের সভাপতিত্বে এবং জিসান আহমেদ সিদ্দিকীর পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন যুবনেতা ইয়াছিন আরাফাত অনিক, সাইফুল ইসলাম, সাখাওয়াত গাজী, শহিদ উল্যাহ, জহির আহমেদ, আল আমিন বাবু, মিজানুর রহমান, রাশেদ গাজী, মিজান-২, রাশেদ গাজী, ইকবাল সর্দার, বাপ্পি, নজরুল সর্দার, ছাত্রদল নেতা মিরাজুল রুমন, মোর্শেদ আলম, জহির সর্দার, রাসেল আহমেদ সবুজ প্রমূখ।
এ সময় রাজারগাঁও ইউনিয়নের যুবদল নেতা জামাল খান রিজভী, মোহাম্মমদ উল্যাহ, বাকিলা ইউনিয়নের যুবদল নেতা জসিম উদ্দিন, রাসেল, বড়কুল পশ্চিম ইউনিয়নের যুবদল নেতা মাসুদ আহমেদ, সদর ইউনিয়নের যুবদল নেতা মোবারক, আজাদ হোসেন, হোসেন মিজি, দ্বাদশগ্রাম ইউনিয়ন যুবদল নেতা মিজানুর রহমান, আলমগীর মিজি, জুলহাস, আসাদ, ছাত্রদল নেতা দ্বীন ইসলাম টগর, রোমান মিজি, শরীফ গাজী উপস্থিত ছিলেন।
২৯ অক্টোবর, ২০২০।
