হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে পৌর আওয়ামী যুবলীগের আয়োজনে ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তাজুল ইসলামের নেতৃত্বে হাজীগঞ্জ বাজারস্থ গাউছিয়া হাইওয়ে হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্টে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া এদিন বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং সন্ধ্যায় পৌর যুবলীগের সদস্য সাইয়্যেদ আব্দুল্লাহ ঝিনুকের উপস্থাপনায় সভায় বক্তব্য শেষে নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন মো. তাজুল ইসলামসহ নেতাকর্মীরা।
অনুষ্ঠানে যুবলীগ নেতা সৈকত মজুমদার, আহমেদ রুমন, সুমন হোসেন, মো. হানিফ, খলিলুর রহমান, সাইফুল ইসলাম, সাদ্দাম হোসেনসহ অন্যান্য যুবলীগ নেতৃবৃন্দ, সাবেক ছাত্রলীগ নেতা মো. সাইফুর রহমান, কেন্দ্রীয় যুব কমান্ডের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্বাস মুন্সী, ছাত্রলীগ নেতা আদর ও মহিউদ্দিন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭২ সালের ১১ নভেম্বর দেশের প্রথম ও সর্ববৃহৎ আওয়ামী যুবলীগ নামক এই যুব সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনি এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
বঙ্গবন্ধুর আদর্শের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। গত চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।
১৪ নভেম্বর, ২০২১।