হাজীগঞ্জে যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

হাজীগঞ্জ ব্যুরো
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হাজীগঞ্জ উপজেলা যুবলীগ। ‘৭৫ এর খুনিদের চক্রান্ত রুখে দাঁড়াও বাংলাদেশ’ এই শ্লোগানে শনিবার (৪ জুন) বিকালে হাজীগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবালের নেতৃত্বে এদিন বিকালে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ ‘বঙ্গবন্ধু শেখ মুজিব চত্বর’ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এরপর মিছিলটি কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় পশ্চিম বাজারস্থ প্রতিবাদ সমাবেশস্থলে এসে শেষ হয়।
উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেলের উপস্থাপনায় সমাবেশে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ আহাম্মদ খসরু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজি জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জহিরুল ইসলাম মামুন।
এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সব বাঁধা উপেক্ষা করে দেশের উন্নয়ন করছেন, ঠিক তখনই স্বাধীনতাবিরোধী শক্তি আবারও সে উন্নয়ন থামিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তারা গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আজকের এ সমাবেশ থেকে এর নিন্দা ও প্রতিবাদ জানাই।
তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা মাঠে আছে এবং থাকবে। এটা ৭৫ নয়, ২০২২। সুতরাং স্বাধীনতা ও দেশ বিরোধীদের কোন স্বপ্ন বাস্তবায়ন হতে দিবে না আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তারা রাজপথে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করবে। এজন্য নেতাকর্মীরা প্রস্তুত।
কর্মীদের শ্লোগানে শ্লোগানে সমাবেশে সরব হয়ে উঠে। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ আব্দুল হাদী মিয়া, কালচোঁ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয় সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

০৫ জুন, ২০২২।