হাজীগঞ্জ ব্যুরো
‘সমবায়ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হাজীগঞ্জে ৪৭তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের আলীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভাস্থলে এসে শেষ হয়।
উপজেলা পরিষদ মিলনাতয়নে র্যালি পরবর্তী অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ অধ্যাপক আবদুর রশিদ মজুমদার। তিনি বলেন, দারিদ্র বিমোচনে, বেকারত্ম দূরীকরণে এবং টেকসই উন্নয়নে সমবায়ের বিকল্প নেই। আমরা পরিবার, বাড়ি এবং সমাজ ভিত্তিক সমবায়ের চেষ্টা করি। এতে আমাদের পরিবারের স্বচ্ছলতা বৃদ্ধি পাবে। পরিবারিক উন্নয়ন ও স্বর্নিভর হলেই, দেশ ও জাতীর উন্নয়ন হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের পরিচালক কাজী খায়রুল আলম পারভেজ, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক মৎস্য কর্মকর্তা ছিদ্দিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আলো রানী সরকার।
এ সময় সমবায়ীদের পক্ষে বক্তব্য রাখেন সেবা বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ইকবালুজ্জামান ফারুক, যুবধারা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো, জুলহাস মিয়া। সভার শুরুতেই কোরআন তেলওয়াত করেন আলীগঞ্জ কৃষক সমবায় সমিতি লিমিটেডের সদস্য মাও. মো. হুমায়ুন কবির, গীতা পাঠ করেন রকি সাহা।
উপজেলা সমবায় কার্যালয়ের কম্পিউটার অপারেটর রকি সাহার পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মনি সূত্রধর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য সরকারি কর্মকর্তাগণ ও হাজীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ। সভায় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।