হাজীগঞ্জে সাংবাদিক হাছান মাহমুদের বাবার দাফন সম্পন্ন

পৌর মেয়র ও প্রেসক্লাব নেতৃবৃন্দসহ বিভিন্ন মহলের শোক



হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির অর্থ-সম্পাদক (কোষাধ্যক্ষ) হাছান মাহমুদের বাবা মরহুম আলহাজ মো. ফজলুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ জোহর মধ্য বড়কুল আল-আমিন মাদরাসা মাঠে মরহুমের জানাযা শেষে তাকে পারিবাকি কবরস্থানে দাফন করা হয়। জানাযায় ইমামতি করেন মধ্য বড়কুল দারুস সালাম জামে মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মাও. মোজাম্মেল হোসেন।
এর আগে সোমবার রাতে আলহাজ মো. ফজলুর রহমান বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি………রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৮৩ বছর। তিনি উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের মধ্য বড়কুল গ্রামের মিয়াজী (মাইজের) বাড়ির মৃত হামিদ আলী বেপারীর বড় ছেলে। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আসফাকুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, প্রেসক্লাব সভাপতি মুন্সী মোহাম্মদ মনির, উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি এস.এম চিশতী প্রমুখ।
মরহুমের জানাযায় সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ জাফর আহমেদ, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান, সচিব মুহাম্মদ নূর আজম বিন শরীফ, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সফিকুর রহমান, আমার কন্ঠের প্রকাশক ও সম্পাদক মো. কামাল হোসেন, সাপ্তাহিক হাজীগঞ্জের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন আল আজাদ, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য খালেকুজ্জামান শামীম, সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান টুটুলসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।
জানাযায় পৌরসভার কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, এলাকাবাসী, মরহুমের আত্মীয়-স্বজন ও আল-আমিন হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থীসহ ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন।