
হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় স্বর্ণকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল রোববার অনুষ্ঠিত নির্বাচনে অংশগ্রহণকৃত ১৫ জন প্রার্থীর মধ্যে ভোটারদের প্রত্যক্ষ ভোটে ৭ জন নির্বাচিত হয়েছেন।
এ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা এক বছরের জন্যে তাদের নেতা নির্বাচিত করেছেন। এ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের চর্চা ও শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়ন ও আগামি দিনের উন্নত বাংলাদেশের নেতৃত্বে দেবে এ শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফা কামাল জানান, নির্বাচনে পঞ্চম শ্রেণি থেকে ৪জন প্রার্থী অংশ গ্রহণ করে ২ জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন, হাওয়া আক্তার ও ইফাদ খাঁন। এই শ্রেণি থেকে ৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
চতুর্থ শ্রেণি থেকে ৪জন প্রার্থী অংশগ্রহণ করে ২ জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন- ইয়াছমিন আক্তার ও সাদেকুন নাহার। এতে ৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
তৃতীয় শ্রেণি থেকে ৭জন প্রার্থী অংশগ্রহণ করে ৩জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন- আছিয়া আক্তার, রাবেয়া আক্তার ও জোৎস্না আক্তার। এতে ৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এর আগে এ দিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভোট দেয়ার জন্য শিক্ষার্থীরা লম্বা লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেয়ার জন্য অপেক্ষা করছেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার ও এজেন্টের দায়িত্ব পালন করেছে শিক্ষার্থীরা। এতে সার্বিক সহযোগিতা করেছেন প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকরা।
এদিকে নির্বাচন পরিদর্শন করেন স্বর্ণকলি হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মহিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী কবির হোসেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি আবুল হাশেম, সমাজসেবক ও বিশিষ্ট ঠিকাদার কাজী মনির হোসেন, জহির আহমেদ প্রমুখ।