হাজীগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন


মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করেছেন হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ এ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল-আলম লিপন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ারুল আজিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাসপাতালের কার্ডিওলজি কনসালটেন্ট ডা. বেলাল হোসেন, সার্জারি কনসালটেন্ট ডা. হারুন অর রশিদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ তানভির হাসান, পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাফেজ মোস্তফা কামাল।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মো. হাবিব উল্যাহ্র পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. সুলতানা রাজিয়া সুমি, ডা. আজাদুল হক, ডা. উৎপল সাহা, ডা. আনিছুর রহমান, ডা. বেলায়েত হোসেন, ডা. জয়নাব বানু, ডা. জাকিয়া সুলতানা, বাংলাদেশ হেলথ এসিসটেন্ট এসোসিয়েশনের উপজেলা সভাপতি আরীফ মো. রুহুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. কবির হোসেনসহ অন্যান্য অতিথি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ২০১৩ সালে হাসপাতালের এ্যাম্বুলেন্সটি অকেজো হয়ে যায়। যা মেরামতের অযোগ্য ছিলো। দীর্ঘ ৫ বছর পর গত ২২ অক্টোবর সরকারি বরাদ্দে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে নতুন এ্যাম্বুলেন্সটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।