হাজীগঞ্জে হায়দার পারভেজ সুজনের মতবিনিময় ও গণসংযোগ

হাজীগঞ্জ ব্যুরো
আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মো. হায়দার পারভেজ সুজন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শুরু করছেন। শনিবার (৭ নভেম্বর) থেকে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এই গণসংযোগ ও মতবিনিময় কার্যক্রম শুরু করেন।
হায়দার পারভেজ সুজন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী। তিনি বর্তমানে হাজীগঞ্জ পৌর যুবলীগের আহবায়ক ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগেও তিনি হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গত শনিবার তিনি পৌরসভার ১নং ওয়ার্ড বলাখাল এলাকায় যুবলীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ওই সময় তিনি মেয়র পদে আওয়ামী লীগের একজন মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজেকে তুলে ধরেন। মতবিনিময় সভা শেষে বলাখাল বাজার এলাকায় গণসংযোগ করতে দেখা গেছে।
এ সময় বলাখাল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা মিয়াজী, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিলন, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক জসিম চৌধুরী জনি, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সুমন অধিকারী, সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন মিয়াজী, ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নন্দু দুলাল দাস, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, সাবেক সভাপতি হুমায়ন মিয়া উপস্থিত ছিলেন।
এছাড়া পৌর ১০নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আজিম মজুমদার, পৌর যুবলীগের সদস্য ফজলুল হক মজুমদার, মেহেদী আল জাবের, হাছান গাজী, সরোয়ার হোসেন রনি, জহির মাইকেল, মাঈনু, আল আমিন, মানিক মিয়া, সোহেল, মনির, মাহবুবসহ ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
৯ নভেম্বর, ২০২০।