হাজীগঞ্জে ১২ কোটি টাকার সমমূল্যের কারেন্ট জাল ও চায়না চাই জব্দ

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে বাজারে কোস্টগার্ডের অভিযানে ৩৩ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৪৭০ পিস চায়না চাই (জাল) জব্দ এবং দুই জনকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হাসান। গত বৃহস্পতিবার (১২ আগস্ট) রাতে হাজীগঞ্জ বাজারস্থ বণিক পট্টিতে (কাপড়িয়া পট্টি) কোস্টগার্ডের এই অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ দিন বিকাল থেকে রাত পর্যন্ত ৪টি ব্যবসা প্রতিষ্ঠান ও তাদের গোডাউন থেকে জব্দকৃত কারেন্ট জাল ও চায়না চাই জালের আনুমানিক মূল্য ১১ কোটি ৭১ লাখ ৭৫ হাজার টাকা বলে জানান চাঁদপুর কোস্ট গার্ডের স্টেশনের কর্মকর্তা লেফটেন্যান্ট মো. শামস্ সাদেকিন। এ সময় নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবসায়ী অর্জুন দেবনাথ ও গৌতম দেবনাথকে নগদ ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হাজীগঞ্জ বাজারের বণিক পট্টিতে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না চাই জাল খুচরা ও পাইকারি বিক্রি করার অভিযোগ রয়েছে। এমন খবরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে অভিযানে নামে জেলা কোস্ট গার্ড। এ সময় বেশ কয়েকটি দোকান ও গুদামে অভিযান চালানো হয়। এ দিন (বৃহস্পতিবার) বেশ কয়েক ঘণ্টার অভিযানে ৩৩ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৪৭০ পিস চায়না চাই জাল জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হাসান দুই জন কারেন্ট জাল ব্যবসায়ীকে নগদ ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিত টের পেয়ে বেশ কয়কজন কারেন্ট জালের পাইকারি ও খুচরা ব্যবসায়ী তাদের দোকান ও গুদাম ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে যান। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কোস্ট গার্ড কর্মকর্তারা।
ভ্রাম্যমাণ আদালতে কোস্টগার্ডের পাশাপাশি আইন-শৃঙ্খলার দায়িত্ব পালন করে হাজীগঞ্জ থানা পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মাসুদ মুন্সী, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আসফাকুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজনসহ কোস্টগার্ড ও পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্য, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
১৫ আগস্ট, ২০২১।