হাজীগঞ্জে ২৭টি মন্ডপে পূজার প্রস্তুতি

স্টাফ রিপোর্টার
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার দিন ক্রমশই ঘনিয়ে আসছে। ফলে আয়োজক আর কারিগররা ব্যস্ত হয়ে পরছে। আগামি ২২ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গা পূজা শুরু হবে। ২৬ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে তা শেষ হবে।
এবছর হাজীগঞ্জ উপজেলায় ২৭টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে বলে হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রুহিদাস বণিক ও সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত জানান, আমাদের উপজেলার পূজার আয়োজকদের সাথে আমরা যোগাযোগ করেছি। গত বছরের তালিকা অনুযায়ি এ বছরও ২৭টি মন্ডপে পূজা হবে বলে জানতে পেরেছি।
এ বছর যেসব মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো হলো- রামকৃষ্ণ সেবাশ্রম ও বিবেকানন্দ বিদ্যাপীঠ, মকিমাবাদ সার্বজনীন দুর্গা মন্দির, ত্রি-নয়নী সংঘ, ত্রিশুল সংঘ, নবদুর্গা সংঘ, বলাখাল চৌধুরী বাড়ি, শীল বাড়ি, হরি সাহার বাড়ি, নদী দাস বাড়ি, বলাখাল কানাই কারিগড় বাড়ি লোকনাথ সংঘ, আলীগঞ্জ দাস বাড়ি, উচ্চঙ্গা জয়রাম মন্দির, রাজাপুর রামচন্দ্র দেবনাথ বাড়ি, রামপুর চৌধুরী বাড়ি, অতুল চন্দ্র গোস্মামীর বাড়ি রামপুর বড় বাড়ি, বড়কূল ঠাকুর বাড়ি, সোনাইমুড়ি বড় সূত্রধর বাড়ি, বিবি রায় চৌধুরী বাড়ি, বাকিলা মাখন লাল মন্ডল বাড়ি, বেলঘর মজুমদার বাড়ি, হাটিলা গৌর নিতাই সেবাশ্রম, চেঙ্গাতলি সূর্যমনি সরকার বাড়ি, রাজারগাঁও মুকুন্দসার সূত্রধর বাড়ি, জামিনিকান্ত কবিরাজ বাড়ি, মালীগাও ভরত চন্দ্র বেপারী বাড়ি ও পূর্ব গন্ধর্ব্যপুর হরিপুর রেজি. প্রাথমিক বিদ্যালয়।
৯ সেপ্টেম্বর, ২০২০।

নিউজের সাথে ছবি ০৯