পুলিশ আহত ও মন্দির ভাঙচুরের ঘটনায় থানায় হামলা
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ উপজেলায় বুধবার (১৩ অক্টোবর) রাতে পুলিশ-জনতা সংঘর্ষের ঘটনায় তিনটি মামলায় অজ্ঞাত ২ হাজার আসামি করা হয়েছে। এর মধ্যে হাজীগঞ্জ থানায় হামলা ও পুলিশ আহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২টি মামলা এবং রাজারগাঁও ইউনিয়নের মুকন্দসার গ্রামে হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় এখন পর্যন্ত ৭ জনকে আটক করে পুলিশ।
শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরে সংবাদকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদ। তিনি বলেন, হাজীগঞ্জ উপজেলায় মোট ১২টি পূজামন্ডপ ভাঙচুর হয়েছে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের সনাক্ত করা হচ্ছে। তবে অন্যায়ভাবে কাউকে আটক করা হবে না বলে তিনি জানান।
এদিকে কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননায় বুধবার রাতে হাজীগঞ্জ বাজারে পুলিশ ও জনতার মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত আল আমিন, শামীম হোসেন ও হৃদয় হোসেনের দাফন নিজ-নিজ গ্রামের বাড়িতে সম্পন্ন করা হয়েছে এবং নির্মাণ শ্রমিক বাবলুর মৃতুদেহ গ্রামের বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলার সুন্দরগঞ্জ ভাগডাঙ্গায় নেয়া হয়।
১৫ অক্টোবর, ২০২১।