বই মানুষের জ্ঞানের সমৃদ্ধি ও সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়
……মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের স্মরণে অনুষ্ঠিত ৩ দিনব্যাপী বই মেলার সমাপনি দিনে চাঁদপুরের ৫ জন লেখককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত বুধবার (২১ ফেব্রুয়ারি) সংবর্ধিতদের হাতে সম্মামনা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
হাজীগঞ্জ ফোরামের আয়োজনে মেলাস্থল ফুড লাভারস পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধনা গ্রহণ করে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন কাজী শাহাদাত, ডা. পীযুষ কান্তি বড়ুয়া, মাঈনুল ইসলাম মানিক, মো. ফরিদ হাসান ও এসএম চিশতী। একই সময়ে হাজীগঞ্জ উপজেলার ইতিহাস-ঐতিহ্য নিয়ে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং হাজীগঞ্জের লেখকদের ৪টি বইয়ের মোড়ক উন্মোচিত করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, একটি সুস্থ, সুন্দর জাতি গঠন করতে হলে অবশ্যই বই পড়তে হবে। বই পড়ার কোনো বিকল্প নেই। বই মানুষের জ্ঞানের সমৃদ্ধি ও সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায় এবং বই জ্ঞানচর্চায় মানুষকে যেমন মহৎপ্রাণ করে তোলে, তেমনি চিত্তকে মুক্তিও দেয়। পাশাপাশি জীবনবোধকে বিকশিত করে এবং জাগ্রত করে তোলে মনুষ্যত্ববোধ।
তিনি তরুণ প্রজন্মের উদ্দেশে বলেন, পৃথিবীকে জানতে হলে বই পড়তে হবে। ইতিহাস ও ঐহিত্যকে জানতে হলে বই পড়তে হবে। মানব সমাজকে জানতে হলে এবং মানব সমাজের সুখ-দুঃখ ও সংগ্রামী জীবনের ইতিহাস জানতে হলে বই পড়তে হবে। উত্থান-পতনের ইতিহাস জানতে হলে বই পড়তে হবে। কারণ, বই পড়ার বিকল্প নেই। তোমরা (তরুণ প্রজন্ম) যত বেশি বই পাঠে উৎসাহিত হবে, তোমাদের জ্ঞান ততবেশি সমৃদ্ধ হবে।
ফোরামের সভাপতি ব্যারিস্টার শাহরিয়ার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, হাজীগঞ্জ উপজেলা শিক্ষক-কর্মচারী পরিষদের পক্ষে অধ্যক্ষ মো. মনিরুল হক পাটোয়ারী, বই মেলা উদযাপন কমিটির আহ্বায়ক মহিউদ্দিন আল আজাদ।
ফোরামের সদস্য জাহিদ হাসানের পরিচালনায় বক্তব্য শেষে মেলার ২০টি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। এসময় হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুর রশিদসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
২৩ ফেব্রুয়ারি, ২০২৪।