হাজীগঞ্জ ও কচুয়ায় প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার সচিব

প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে
………..আবু হেনা মোরশেদ জামান

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ ও কচুয়া উপজেলায় এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান। রোববার (১৪ জুলাই) দুপুরে তিনি হাজীগঞ্জ ও বিকালে কচুয়া উপজেলার স্থানীয় সরকারের আওতাধীন এলজিইডির বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিক-নির্দেশনা ও পরামর্শ দেন।
এ দিন দুপুরে সচিব আবু হেনা মোরশেদ জামান হাজীগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৬ কোটি ৩৫ লাখ ৭৩ হাজার ৫৯৪ টাকা ব্যয়ে নির্মাণাধীন উপজেলার সম্প্রসারিত ভবন ও হলরুম নির্মাণ এবং গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় ১ কোটি ১২ লাখ ৯৬ হাজার ৯৭৫ টাকা ব্যয়ে ইউনিব্লক দিয়ে নির্মিত জগন্নাথপুর ফেরিঘাট থেকে হরিপুর-বেতবাড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার (১৬৯০ মিটার) রাস্তা পরিদর্শন করেন।
এরপর কচুয়া উপজেলায় এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন ও নির্মাণাধীন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেন সচিব আবু হেনা মোরশেদ জামান। তিনি হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর আঞ্চলিক মহাসড়ক ও কচুয়া-কালিয়াপাড়া সড়কের সড়ক ও জনপথের মেইন রোড থেকে এলজিইডি নির্মাণাধীন রাস্তাগুলোর সম্মুখভাগ পরিদর্শন করেন।
হাজীগঞ্জে প্রকল্প পরিদর্শনকালে সচিব আবু হেনা মোরশেদ জামান কর্মকর্তাদের উদ্দেশে বলেন, প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। প্রকল্পের সাইট নিয়মিত মনিটরিং করে নির্মাণ সমাগ্রীর গুণগতমান অক্ষুণ্ন রাখতে হবে। কোনো সুবিধা-অসুবিধা হলে জানাবেন। জনপ্রতিনিধিদের সম্মান করবেন, কেউ অসম্মান করলে তাকে ছাড় দিবেন না। সম্মান করলে সম্মান পাবে, অসম্মান করলে ছাড় দেওয়া হবে না।
হাজীগঞ্জ ও কচুয়া এলজিইডির উন্নয়নমূলক কাজ পরিদর্শনকালীন সময়ে আবু হেনা মোরশেদ জামানের একান্ত সচিব (উপ-সচিব) মো. মাহ্বুব আলম, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এহসান মুরাদ, এলজিইডি চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মো. আহসান কবির ও সিনিয়র সহকারী প্রকৌশলী মো. ফুয়াদ আহসান উপস্থিত ছিলেন।
এছাড়া হাজীগঞ্জের প্রকৌশলী মো. রেজওয়ানুর রহমান, হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু কুমার দত্ত মিঠু, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মাহবুব আফছার, কচুয়া উপজেলার প্রকৌশলী মো. আব্দুল আলীম লিটনসহ জেলা প্রশাসন ও এলজিইডি এবং হাজীগঞ্জ ও কচুয়া উপজেলার অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় জনপ্রতিনিধিদের মধ্যে হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ হেলাল উদ্দিন মিয়াজী, পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া আক্তার রুবি, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলালসহ হাজীগঞ্জ ও কচুয়া উপজেলার জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

১৫ জুলাই, ২০২৪।