জনসম্পৃক্ততা ছাড়া সামাজিক ব্যাধী দূরীকরণ সম্ভব নয়
……..অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল)
মোহাম্মদ হাবীব উল্যাহ্
‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে বর্ণাঢ্য আয়োজনে হাজীগঞ্জে কমিউনিটি পুলিশিংয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল শনিবার সকালে থানা পুলিশ, কমিউনিটি পুলিশিংয়ের সদস্য ও সর্বস্তরের জনসাধারনের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি থানা চত্বর থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থলে গিয়ে শেষ হয়।
হাজীগঞ্জ থানা পুলিশের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. আফজাল হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, কমিউনিটি পুলিশিংয়ের ফলে সামাজিক অপরাধ দমনে ব্যাপক সফলতা এসেছে। তবে আমাদের আরো বেশি দায়িত্বশীল হতে হবে এবং জনসচেতনতায় কার্যকরি ভূমিকা পালন করতে হবে। কারণ জনসম্পৃক্ততা ও জনসচেতনতা ছাড়া সামাজিক ব্যাধী দূরীকরণ সম্ভব নয়।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, মাদক সেবনকারী ও ফৌজদারী অপরাধে অভিযুক্তরা সরকারি চাকরিলাভে অযোগ্য বলে বিবেচিত হবে। তাই আপনারা সন্তানদের প্রতি খেয়াল রাখবেন। তারা কোথায় যায়, কার সাথে চলাফেরা করে, কি করে, তার খোঁজ-খবর নিবেন। সেই সাথে আপনার এলাকায় অপরিচিত লোকজনের প্রতি নজর রাখবেন। সন্দেহ হলে, নিকটস্থ আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন। প্রয়োজনে জাতীয় জরুরি নম্বর ‘৯৯৯’ এ ফোন দিন।
র্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি। উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি রোটা. আলী আশ্রাফ দুলালের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি রোটা. আহসান হাবিব অরুন, উপজেলা সাধারণ সম্পাদক আলহাজ আসফাকুল আলম চৌধুরী, সদস্য বিল্লাল হোসেন মজুমদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারবিন মিলি প্রমুখ।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং উপজেলা, পৌর, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও সাধারণ সম্পাদক, সদস্যবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সভায় কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রমকে আরো বেশি কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে উপস্থিত সবাই অঙ্গীকার ব্যক্ত করেন।